Loading..

উদ্ভাবনের গল্প

০১ জুলাই, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমার হাতে আমার বিদালয়।

 

ইনোভেশন ২০২৪

১. চিহ্নিত সেবার নাম: স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমার হাতে আমার বিদালয়।

২. সেবাটি বর্তমানে যেভাবে দেওয়া হয়:  স্মার্ট ফোন এবং ল্যপটপ  ব্যবহার করে অনলাইনে সেবাটি দেওয়া হয়।

৩. চিহ্নিত সেবা প্রদান করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সমস্যার মূল কারণ:

 

বিদ্যমান সমস্যা

সমস্যার মূল কারণ

সমস্যার কারণে সেবাগ্রহীতার ভোগান্তি

যথা সমসয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা ও প্রদান করাতে না পারা।

 

ক. কম্পিউটার ও স্মার্টফোনের সঠিক ব্যবহার না জানা। 

খ.  শিক্ষার্থী কর্তৃক বিভিন্ন তথ্য যথাসময়ে প্রদানে অবহেলা এবং প্রাপ্ত তথ্যগুলো যথা সময়ে হালফিল না করা।

গ.  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ না থাকা।

যথাসময়ে দ্রুত প্রয়োজনীয় তথ্য না পাওয়া।

৪. সমস্যা সমাধানে প্রদত্ত আইডিয়াটির শিরোনাম: “প্রয়োজনীয় প্রশিক্ষণ নিন,

যথাসময়ে তথ্য দিন,

                                                      স্মার্ট বাংলাদেশের সেবা নিন।”

৫. সমাধান প্র্র্রক্রিয়া:

 

ল্যাপটপ/স্মার্টফোন

ইন্টারনেট

গুগোল লগইন

গুগোল শীট/ডক

ধরণ অনুযায়ী ফরম্যাট তৈরী

সগ্রহকৃত তথ্য

এন্ট্রি করণ

চাহিদা অনুযায়ী সেবাগ্রহীতাকে সেবা প্রদান

 

শেষ

প্রত্যাশিত ফলাফল (TCV) :

পর্যায়

সময়

খরচ

যাতায়াত

আইডিয়া বাস্তবায়নের আগে

1-8 ঘন্টা

অতন্ত ব্যয়বহুল

মেন্টর ও মেন্টিসকে অসংখবার যাতায়াত করতে হয়।

আইডিয়া বাস্তবায়নের পরে

১-৮ মিনিট

খরচ নেই বললেই চলে।

(৩০-৫০/=)

 

স্মার্ট ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়,কোন যাতায়াত লাগেনা

 

 

অন্যান্য সুবিধা:

ক. স্টুডেন্ট স্মার্ট প্রোফাইল।

খ. ফলাফল প্রস্তুত।

গ. শিশু জরীপ হালফিল।

ঘ. বই বিতরণ তথ্য হালফিল।

ঙ. উপবৃত্তির তথ্য হালফিল।

চ. SRM বিতরণ।

ছ.কাবিং তথ্য।

জ. আইসিটি প্রশিক্ষণের তথ্য।

ঝ. শিক্ষক ডায়েরী ইত্যাদি।

 

নোট: উপরোক্ত সকল তথ্য যেকোন শিক্ষক যেকোন সময় যেকোন স্থানে থেকে সংযোজন, বিয়োজন করতে পারবে এবং প্রধান শিক্ষক সহ যে কাউকে চাহিবা মাত্র তথ্য দিতে পারবেন।

 

 

রিসোর্স ম্যাপ:

প্রয়োজনীয় সম্পদ

কোথা হতে পাওয়া যাবে?

খাত

বিবরণ

প্রয়োজনীয় অর্থ

 

জনবল

প্রয়োজন অনুযায়ী

নাই

কর্মরত শিক্ষকগণ

বস্তুগত

ল্যাপটপ/ স্মার্টফোন

সরকারি ল্যাপটপ ব্যক্তিগত স্মার্টফোন থাকার কারণে অর্থের প্রয়োজন নাই

সরকারি / ব্যাক্তিগত

অন্যান্য

ইন্টারনেট সংযোগ

খরচ নেই বললেই চলে।

সরকারি

প্রয়োজনীয় অর্থ

 

 

 

 ৮. বাস্তবায়নকারী টিমের সদস্যবৃন্দ:

ক্রনং

কর্মকর্তার নাম

পদবি

কর্মস্থল

মনিরুজ্জামান

প্রধান শিক্ষক

যোশর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর, নরসিংদী।

এবং সাথে আছে অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ।

 

আইডিয়া পাইলট করার জন্য প্রয়োজনীয় কার্য়ক্রম:

ক্র নং

এক্টিভিটি

কে করবে?

Time

. ল্যাপটপ / স্মার্টফোন নিশ্চিত করণ

টিমলিডার

 

 

 

 

 

 

প্রয়োজনীয় প্রশিক্ষণ

টিমলিডার

দিন

৩দিন

দিন

১৫

দিন

১মাস

২মাস

ইন্টারনেট সংযোগ নিশ্চিত করণ

টিমলিডার

 

 

 

 

 

 

গুগল লগইন      

সকল সদস্য

 

 

 

 

 

 

গুগল শীট / ডক ওপেন

সকল সদস্য

 

 

 

 

 

 

কাজের ধরণ অনুযায়ী ফরম্যাট তৈরী

সকল সদস্য

 

 

 

 

 

 

তথ্য এন্ট্রি করণ

সকল সদস্য

দিন

৩দিন

দিন

১৫

দিন

১মাস

২মাস

সেবাগ্রহিতাকে সেবা প্রাদান

সকল সদস্য

 

 

 

 

 

 

 

১০. সুবিধাভোগীর ধরণ ও সংখ্যা: শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তাবৃন্দ। (যে কোন নাগরিক)

১১. ঝুকি: যেহেতু গুগোল ড্রাইভ ব্যবহার করা হবে, তাই তথ্য মুছে যাওয়া বা হারিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। অতএব কোন ঝুকি নেই।

 

১২. Details of Owner:

ক্র: নং

কর্মকর্তার নাম, পদবি ও কর্মস্থল

আইডিয়া পাইলটিং এলাকা

১.

মনিরুজ্জামান

প্রধান শিক্ষক

যোশর সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিবপুর, নরসিংদী।

নিজ বিদ্যালয়

 

১৩. মেন্টরের তথ্য:

ক্র: নং

নাম

পদবী

কর্মস্থল

মোবাইল নম্বর

ইমেইল

১.

মোহাম্মদ মাহাবুবুর রহমান

সহকারী উপজেলা শিক্ষা অফিসার

উপজেলা শিক্ষা অফিস,শিবপুর,নরসিংদী।

০১৮১৮২৬৪৭০৩

-