Loading..

নেতৃত্বের গল্প

০১ জুলাই, ২০২৪ ০২:২৫ অপরাহ্ণ

বিতর্ক প্রতিযোগিতা

বিতর্ক প্রতিযোগিতা   

          আটাশিয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী তিনটি শ্রেণিতে (৩য়,৪র্থ,৫ম ) সাধারণত তিনটি বিষয়ে প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।    বিষয়ঃ 

১।সড়ক দুর্ঘটনার জন্য একমাত্র চালকই দায়ী।

২।শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে পরিবারের ভূমিকাই প্রধান   ।

৩।শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি। 

বিতর্ক মূলত একধরণের যৌক্তিক বাগযুদ্ধ।  এই যুদ্ধ আসলে এক নান্দনিক উপস্থাপন।তিনিই বিতার্কিক,যিনি প্রতি পক্ষের মতামতের প্রতি   শ্রদ্ধা প্রদর্শন করে নিজের বক্তব্য উপস্থাপন করেন।বিতর্কে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদর ভালো মানুষ হতে সহায়ক   ভূমিকা রাখে ।  বাচনভঙ্গি,শব্দচয়ন, কণ্ঠের ওঠানামা,অঙ্গভঙ্গি সবকিছুর সমন্বয় থাকতে হয়।আত্মবিশ্বাসের সাথে নিজের বক্তব্য উপস্থাপন করতে হয়।বিতর্ক একজন মানুষকে গঠনমূলক সমালোচক হিসেবে গড়ে তোলে।বিভিন্ন দৃষ্টকোণ থেকে ভাবতে শেখায়।সাবলীল ভাবে বলতে শেখায়।চিন্তাশক্তি বাড়ায়, মস্তিস্ককে বুদ্ধিদীপ্ত করে তোলে।শিশুদের জন্য বড় শিক্ষা    অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও পরমতসহিষ্ণুতা শেখায়।    তাই প্রাথমিক     বিদ্যালয়    থেকেই সহজ বিষয় নির্বাচন করে বিতর্ক চর্চা করা উচিত ।

(আটাশিয়া সপ্রাবি  এর ক্ষুদে শিক্ষার্থীদের ক্ষুদ্র প্রয়াস।)