Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০১ জুলাই, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

দলগত অনুসন্ধান সমান দূরত্বের ১৩ গিটের দড়ি দিয়ে বিভিন্ন আকৃতির ত্রিভুজ ও চতুর্ভুজ তৈরি

প্রাচীন মিশরীয়রা গণিত এবং বিজ্ঞানে ভীষণ উন্নতি করেছিল। তারা বিভিন্ন জ্যামিতিক পরিমাপের জন্য একটি দড়ি ব্যবহার করতেন। দড়িটির বৈশিষ্ট্য হলো তাতে নির্দিষ্ট সমান দূরত্বে ১৩ টি গিট দেওয়া থাকত। এই ১৩ গিটের দড়ি দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন আকৃতির ত্রিভুজ ও চর্তুভুজ তৈরি করেছে। সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এছাড়া বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক ও ট্রাপিজিয়াম তৈরি করা যায়।

আরো দেখুন