Loading..

উদ্ভাবনের গল্প

০২ জুলাই, ২০২৪ ০৭:৪৫ পূর্বাহ্ণ

HSC BMT Exam 2024

আসসালামু আলাইকুম।

গত 30-06-2024 খ্রি. তারিখ হতে সারা বাংলাদেশে একই সময়ে শুরু হয়েছে এইচএসসি(বিএমটি) শিক্ষাক্রমের 2024 সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষা।

 

আমাদের ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি কেন্দ্রে বুড়িচং উপজেলার দুটি কলেজের ছাত্র-ছাত্রীরা এইচএসসি(বিএমটি) পরীক্ষায় অংশ গ্রহন করে।

কলেজটি উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়ায় ছাত্র-ছাত্রী, অভিভাবক, উপজেলা প্রশাসন, ভিজিলেন্স টিম, আইন শৃঙ্খলা বাহীনি সহ সকলের যোগাযোগ অনেক সহজ হয়।

ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির পরীক্ষা কেন্দ্রের “কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন, জাতীয় শিক্ষাসপ্তাহে একাধিকবার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের স্যার।

অধ্যক্ষ জনাব আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের স্যার কে পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করার জন্য হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম স্পেশালাইজেশনের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সহকারী হল সুপার হিসেবে আছেন কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম স্পেশালাইজেশনের প্রভাষক জনাব মোহাম্মদ  মিজানুর রহমান

প্রধান হল পরিদর্শী হিসেবে দায়িত্ব পালন করছেন শংকুচাইল ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মনিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনিত ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব  মোহাম্মদ আবদুল খালেক

 

পরীক্ষা সুন্দর ,সুষ্ঠু এবং নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার  জন্য 30 তারিখ সকাল 9 টায় কক্ষ পরিদর্শক, হল সুপার, সহ হল সুপার, প্রধান হল পরিদর্শী  এবং ট্যাগ অফিসার সাথে সংক্ষিপ্ত  আলোচনা ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা সমূহ প্রদান করেন ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ জনাব আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের স্যার। পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সকল নির্দেশনা যথাযথভাবে মেনে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেন কক্ষ পরিদর্শকগণ ।

ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা  এবং  ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির  সভাপতি মান্যবর উপজেলা নির্বাহী অফিসার জনাব জনাব সাহিদা আক্তার স্যার পরীক্ষার হল পরিদর্শনে এসে সন্তোষ্ঠী প্রকাশ করেন এবং পরবর্তী সকল পরীক্ষা যেন  সুন্দর ,সুষ্ঠু এবং নকল মুক্ত পরিবেশে সম্পন্ন হয় তা বাস্তবায়নের জন্য কেন্দ্র সচিব একং ট্যাগ অফিসার সহ সকল কে নির্দেশ প্রদান করেন।

 

আলহামুল্লিহ প্রথম দিনের পরীক্ষা সুন্দর ও সুষ্ঠাভাবে সম্পন্ন হয়েছে।

ধন্যবাদ সকল কে। আসসালামু আলাইকুম।