Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ জুলাই, ২০২৪ ০১:৪৯ অপরাহ্ণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদ্রাসা অ্যাম্বাসেডর শিক্ষক মিলনমেলা-২০২৪
আলহামদুলিল্লাহ,
"স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট মাদ্রাসা শিক্ষা: বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষক" প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মাদ্রাসা ICT4E অ্যাম্বাসেডর ফোরাম এর আয়োজনে, a2i প্রোগ্রাম আইসিটি ডিভিশন এর কারিগরি সহায়তায় নায়েম অডিটোরিয়াম, ঢাকায় দেশের ০৮ বিভাগের ICT4E মাদ্রাসা অ্যাম্বাসেডরগণের অংশগ্রহণে গত ২৯জুন ২০২৪ অনুষ্ঠিত হল "শিক্ষক সম্মেলন- ২০২৪"। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথিদের উত্তরীয় ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে সমস্বরে একযোগে জাতীয় সংগীত গাওয়া হয়।
প্রফেসর ড. তাহমিনা বেগম, মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর সভাপতিত্বে, ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল করিম (সহকারী অধ্যাপক) এর সঞ্চালনায়, কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ নাসরুল্লাহ (মুফাসসির) এর সুললিত কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আব্দুর রউফ (সহকারী মৌলভী) এর নাতে রাসুল, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা ইয়াসমিন তন্নী (সহকারী শিক্ষক) ডকুমেন্টারি উপস্থাপন এবং কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ কাজী মো: আবদুল হান্নান এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের মূল পর্ব শুরু হয়।
প্রধান অতিথি: হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বিশেষ অতিথি:
প্রফেসর মোহাম্মদ শাহ্ আলমগীর, চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মোল্লা মিজানুর রহমান, যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এটুআই প্রোগ্রাম, আইসিটি ডিভিশন।
মোহাম্মদ আবু নঈম, পরিচালক( প্রশাসন ও অর্থ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
প্রফেসর মাহমুদুল হক, অধ্যক্ষ, বিএমটিটিআই।
মোহাম্মদ কবীর হোসেন, প্রকল্প পরিচালক, দীক্ষা, আইসিটি ডিভিশন।
মো: আফজাল হোসেন সারোয়ার, টিম লিডার (ফিউচার অব এডুকেশন), আইসিটি ডিভিশন।
মোহাম্মদ দিদারুল আলম, এডুকেশন স্পেশালিষ্ট, a2i প্রোগ্রাম, আইসিটি ডিভিশন।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, এডুকেশন এক্সপার্ট, a2i প্রোগ্রাম, আইসিটি ডিভিশন।
অভিজিৎ রায়, প্রোগ্রাম & পার্টনারশিপ কোঅর্ডিনেটর (এডুকেশন), a2i প্রোগ্রাম, আইসিটি ডিভিশন।
অতিথিদের বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদ্রাসা শিক্ষকদের যুগোপযোগী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম (প্রভাষক) এর নেতৃত্বে “গ্লোভাল ভিলেজ” স্মরণিকা অতিথি ও অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয়।
এছাড়া “মিনিট পর্ব” বক্তৃতায় ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ লেলিন হোসেন (সহকারী শিক্ষক) এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান (সহকারী শিক্ষক) ফোরামের বিভিন্ন কার্যাবলী তুলে ধরেন।
সম্মানিত অতিথিদের উপস্থিতিতে বিভাগওয়ারী গ্রুপে ফটোসেশানের মাধ্যমে "শিক্ষক সম্মেলন- ২০২৪" এর সমাপ্তি ঘটে।
সফল একটি আয়োজনের অংশীদার হিসেবে সম্মানিত অতিথি, নায়েম কর্তৃপক্ষ, ইলেকট্রনিক মিডিয়া, স্পন্সরসহ অংশগ্রহণকারী মাদ্রাসা অ্যাম্বাসেডরদের প্রতি বাংলাদেশ মাদ্রাসা ICT4E অ্যাম্বাসেডর ফোরামের "শিক্ষক সম্মেলন- ২০২৪" আয়োজক কমিটির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা।
মোহাম্মদ আমিনুল করিম
সদস্য সচিব
আয়োজক কমিটি "শিক্ষক সম্মেলন- ২০২৪"
সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।

আরো দেখুন