Loading..

উদ্ভাবনের গল্প

০২ জুলাই, ২০২৪ ০৪:৫২ অপরাহ্ণ

পছন্দের ছবি খুঁজি, সংখ্যা, বস্তু গণনা করি।

আসসালামু আলাইকুম।প্রাক প্রাথমিক ৪+ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আমার উদ্ভাবনী গল্পঃ- পছন্দের ছবি খুঁজি, সংখ্যা, বস্তু গণনা কর । উপস্থাপনায় আমি সাবিনা আক্তার কলি, সহকারী শিক্ষক, সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোপালপুর, টাংগাইল।আইসিটি অ্যাম্বাসেডর (a2i),সেরা অনলাইন পারফর্মার (শিক্ষক বাতায়ন)।


প্রাক প্রাথমিক ৪+ শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল, মেধাবিকাশ, মনোযোগী, আনন্দদায়ক পাঠদানে ভীষণ গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভুমিকা পালন করে আসছে উদ্ভাবনী গল্প ★ পছন্দের ছবি খুঁজি, সংখ্যা, বস্তু গণনা করি  ।★

শিক্ষার্থীদের সামনে অনেকগুলো ছবি প্রদর্শন করি।সেখান থেকে তার পছন্দের ছবি খুঁজে নিবে, গণনা করবে, সংখ্যা বলবে। তারপর সংখ্যা কার্ড থেকে গণনা সংখ্যা খুঁজে বের করবে। এর সাথে বাস্তব ও অর্ধবাস্তব বস্তু গণনা করবে।

এভাবে একে একে শিক্ষার্থীরা উপকরণ ব্যবহার করে এ কাজটি করবে। 

 

লক্ষ্যঃ প্রাক প্রাথমিক ৪+ শ্রেণির শিক্ষার্থীদের সহজে সংখ্যা চিনানো এবং সংখ্যা, বস্তু  গণনা শিখানো।


সমস্যা সমূহঃ

★সংখ্যা চিনে না।

★সংখ্যা, বস্তু, ছবি দেখে গণনা করতে পারে না।

★গণিত বুঝে না।

★পাঠে অমনোযোগী। 


সুবিধা সমূহঃ


★ বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হওয়া। 

★ বিদ্যালয়, শ্রেণিকক্ষ, শিক্ষকের প্রতি ভীতি দূর হবে।

★ ঝরে পড়ার হার হ্রাস পাবে। 

★ সংখ্যা খুঁজে বের করবে। 

★ সংখ্যা বলতে পারবে।

★ যে কোনো ছবি,বস্তু, সংখ্যা গণনা করতে পারবে।

★ গণিত ভীতি দূর হবে।

★ শিশুদের জড়তা,সংকোচ, লজ্জা দূর হবে।

★ নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে।

  ★সৃজনশীল বিকাশ ঘটবে।

★ পাঠে মনোযোগী হবে।

★ উপকরণের ব্যবহার শিখবে।

★ আনন্দ নিয়ে পাঠদান করবে।

★ শিখনফল অর্জিত হবে।

★ ক্লাসে দুষ্টুমি, অভিযোগ কম হবে।

★ শিক্ষকের নির্দেশনা বুঝতে পারবে।

★ পাঠদান দীর্ঘস্থায়ী হবে।