Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ জুলাই, ২০২৪ ০৬:২৮ অপরাহ্ণ

নানান জাতের মানুষ ও নানান ধর্মের মানুষ

আমার বাংলা বই , এই দেশ এই মানুষ গল্পে বাংলাদেশে নানান জাতের ও নানান ধর্মের মানুষ বসবাস করে । তাদের রয়েছে নিজস্ব ভাষা ও নিজস্ব ভাষার  বৈচিত্র্য। তাদের মধ্যে রয়েছে মসুলমান, হিন্দু , বৌদ্ধ ও খ্রিস্টান। রয়েছে নানা জতের মানুষ এদের মধ্যে কেউ চাকমা , কেউ মারমা , কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা , কেউ সাওতাল, কেউ রাজবংশী। কিন্ত নানান জাতের ও নানান ধর্মের হলোও সবাই কিন্তু বাঙ্গালি।  সবাই মিলে মিশে এখানে বসবাস করে। একেক ধর্মের বা জাতের একেক ধরণের উৎসব রয়েছে।সবাই নিজ নিজ ধর্মের উৎসব অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্যে পালন করে থাকে।

আরো দেখুন