সহকারী শিক্ষক
০৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:১৯ পূর্বাহ্ণ
আঙ্গুল গননা করে সংখ্যা বলি।
টাইপঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ প্রাক প্রাথমিক
বিষয়ঃ আমার বই
অধ্যায়ঃ তৃতীয় অধ্যায়
এই পাঠে শিক্ষার্থীরা
হাতের আঙ্গুল ব্যবহার করে সংখ্যা বলতে পারবে।
আঙ্গুল গননা করে সংখ্যা লিখতে পারবে।
সংখ্যা বললে তা হাতের আঙ্গুলে দিয়ে দেখাতে পারবে।যেমন তিন বললে হাতের তিনটি আঙ্গুল দেখাবে।