Loading..

উদ্ভাবনের গল্প

রিসেট

০৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫২ অপরাহ্ণ

কাগজ কেটে দিয়ে ঘষা, শিখবো মোরা চাঁদের দশা
আইডিয়ার শিরোনাম


কাগজ কেটে দিয়ে ঘষা,
শিখবো মোরা চাঁদের দশা



উদ্ভাবকঃ শেখ খলিলুর রহমান

পদবী ও কর্মস্থলঃ সহকারী শিক্ষক, আটক দামোদরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রয়োগ প্রনালী: প্রথমে চাঁদের অবস্থান বা দশা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা স্পষ্ট করি। চাঁদের ভিন্ন ভিন্ন আকৃতি তাদের বুঝিয়ে বলি। চাঁদ যখন প্রথম পর্যায়ে থাকে তা অনেক চিকন থাকে এবং আস্তে আস্তে তার আকার বড় হয়। এভাবে বড় হতে হতে যখন সম্পুর্ণ অংশ দেখা যায় তখন তাকে পূর্ণিমার চাঁদ বলি। আবার চাঁদ ছোট হতে থাকে ছোট হতে হতে যখন একদমই দেখা যায়না তখন তাকে অমাবস্যা বলি। এর পর এই বিষয়টি চাঁদের দশার তৈরী কাগজ দিয়ে টেনে টেনে দেখাই। শিক্ষার্থীরা বুঝতে পারলে তাদের হাতে এটা দেখতে দেই। এভাবে চাঁদের আকৃতি বড় ছোট হওয়ার বিষয়টি স্পষ্ট হলে শিক্ষার্থীরা চাঁদের দশা সম্পর্কে বুঝতে পারবে।

সুবিধাঃ শিক্ষার্থীরা সহজে চাঁদের দশা সম্পর্কে বুঝতে পারবে। নিজের হাতে চাঁদের দশার পরিবর্তণ করে করে জ্ঞানকে পোক্ত করতে পারবে।

মন্তব্য করুন