সহকারী শিক্ষক
০৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
নদীভাঙন(জলবায়ৃ ও দুর্যোগ)
টাইপঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ পঞ্চম
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়ঃ ষষ্ঠ অধ্যায়
গত ২২ বছরে শুধু পদ্মা ও যমুনার ভাঙনে ৫০ হাজার ৯৫৫ হেক্টর জমি বিলীন হয়েছে, যা সেন্টমার্টিন দ্বীপের চেয়ে ৬ গুণ বড়। সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) তথ্য অনুযায়ী, যমুনায় ২৫ হাজার ২৯০ হেক্টর ও পদ্মায় ২৫ হাজার ৬৬৫ হেক্টর জমি বিলীন হয়েছে।নদীভাঙন রোধে আমাদের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার, তা হলে হয়তবা জনদুর্ভোগ অনেকোংশে কম হবে বলে আশা করা যায়।