সহকারী শিক্ষক
১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:০২ পূর্বাহ্ণ
প্রাথমিক চিকিৎসার বাক্স
টাইপঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ পঞ্চম
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়ঃ নবম অধ্যায়
প্রাথমিক চিকিৎসা বাক্স (ইংরেজি: First aid kit) একটি ছোট বাক্স বা থলি যাতে প্রাথমিক চিকিৎসার জন্য সবরকম জরুরী উপকরণ মজুদ থাকে। প্রয়োজনের সময় প্রাথমিক চিকিৎসা বাক্স সাথে থাকলে খুব দ্রুত ও সহজেই যেকোন দূর্ঘটনার মোকাবেলা করা যায়। বাড়িতে, গাড়িতে এবং কর্মস্থলে প্রাথমিক চিকিৎসা বাক্স থাকা জরুরি। এতে করে কোন দূর্ঘটনা ঘটলে দ্রৃত প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী ভালো চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যায়।