Loading..

প্রকাশনা

১৪ মার্চ, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

উৎপাদনশীলতা কি ?
উৎপাদনশীলতা হলো একটি সংগঠনের সম্পদ ব্যবহারের অনুপাত। উৎপাদনের উপকরন সমূহ প্রত্যাশিত পন্য ও সেবা উৎপাদনে কিরূপ কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে তার পরিমাপক হল উৎপাদনশীলতা। অর্থ্যাৎ উৎপাদনের উপকরন ব্যবহারের দক্ষতা বা কার্যকারিতাকে উৎপাদনশীলতা হিসেবে আখ্যায়িত করা যায়। একই পরিমান পুজি, শ্রম ও অন্যান্য উপকরন ব্যবহার করে অধিক পরিমান উৎপাদন পাওয়া গেলে উৎপাদনশীলতা বাড়ে। নিম্নে উৎপাদনশীলতা সম্পর্কে কয়েকজন মনীষীর মতামত প্রদত্ত হলো: “একটি নির্ধারিত উৎপাদন পাওয়ার জন্যে কী পরিমান উপকরন বা ইনপুট দরকার তার একটি পরিমাপক হলো উৎপাদনশীলতা”। (“Productivity is a measure of how much input is required to achieve a given output”) –লিওনার্ড জে. গ্যারেট ও মিলটন সিলভার “একটি সংগঠনের সম্পদের দ্বারা অর্জিত পন্য ও সেবার উৎপাদন স্তর হচ্ছে উৎপাদনশীলতা”। (“ Productivity can be defined as the level of output of goods and services achieved by the resources of an organisation”) – Ricky W. Griffin “উৎপাদনকে [দ্রব্য ও সেবা] উপকরন [সম্পদসমূহ] দিয়ে ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলে”। (“Productivity is the ratio of output [goods and services] divided by input [resources]”) – Heizer & Render “উদ্দেশ্য অর্জনে অবদান রাখার ক্ষেত্রে প্রতি একক সম্পদ ব্যবহারের মাধ্যমে একই ধরনের কোন ভিত্তি সময়ের তুলনায় একই রকম অথবা বর্ধিত মানে যে অনুপাতে উৎপন্ন দ্রব্যের উৎপাদন হয় তাকে উৎপাদনশীলতা বলে”। (Productivity is the ratio of output produced which contribute to the accomplishment of the mission per unit of resources consumed [input] compared to similar ratio from a base period, with the same or increased quality”.) -D. Mundel “উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পন্য ও সেবা এবং উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত মানবীয় ও অমানবীয় প্রবিষ্ট সম্পদের মধ্যস্থিত সর্ম্পক”। (“Productivity is the relationship between output of goods and services and the inputs of resources, human and nonhuman used in the production process”) -John Kendrick “সর্বনিম্ন ব্যয়ে সর্বাধিক পরিমান উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরন সমূহের ভারসাম্য আনয়ন করাই হলো উৎপাদনশীলতা”। (“Productivity means the balance between all factors of production that will give the greatest output for the smallest efforts”) - পিটার ড্রাকার “উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত সম্পদ এবং উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত সম্পদের মধ্যস্থিত অনুপাত”। -আই. এল. ও “উৎপাদনশীলতা হল প্রতি শ্রম ঘন্টায় উৎপাদনের একটি সূচি”। -জোসেফ জি. মঙ্কস উপরোক্ত সংজ্ঞাসমূহের আলোকে বলা যায়, উৎপাদনশীলতা হলো কম সম্পদ প্রয়োগে বেশি উৎপাদন বা কম সম্পদের মাধ্যমে একই পরিমান পন্য বা সেবার উৎপাদন।

আরো দেখুন