Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ এপ্রিল, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

বই বিতরণ

বাংলাদেশের গানের পাখি  প্রকৃতির আপরুপ সৌন্দর্য্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ। এই দেশ ছয় ঋতুর দেশ। এই দেশ ফুল-ফল-পাখির দেশ। যারা গ্রামে বাস করে বলা যায় পাখির গানেই তাদের ঘুম ভাঙ্গে। যাদের বসবাস শহরে তারাও যে সকালে দু’চারটে পাখির গান শুনতে পায় না, তা কিন্তু নয়। যে পাখির গান শুনলে মন ভরে যায়,যে পাখির কন্ঠে কারুকাজ আছে, সুরেলা মিষ্টি কন্ঠ থেকে একটানা সুর বাতাসে ছড়িয়ে দিতে পারে, প্রয়োজনের সময় তাল-লয়ের ওঠা - নামা করতে পারে এবং যে পাখির কন্ঠ মিলে মিশে একাকার হয় প্রকৃতির সঙ্গে সে পাখিই তো গানের পাখি।এখানে আমি বাংলাদেশে দেখা যায় এমনি বিশটি গানের পাখি সম্পর্কে লিখেছি।

আরো দেখুন