Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ এপ্রিল, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

Muslim Girls School And College,Mymensingh.13

বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হলো। বিষয়: জাতির জনকের শিক্ষা ও রাজনৈতিক জীবনের পটভূমি। আমি মহান নেতার জীবনীর উপর তথ্য সংগ্রহ করলাম। নিজে প্রস্তুতি নিলাম। সময় কম। দ্রুত কথা শেষ করতে হবে। তাই ভাবলাম বক্তব্যের সাথে স্লাইড/ডিজিটাল কনটেন্ট এর ব্যবহার করলে কেমন হয়? যেমনি ভাবা, তেমনি কাজ।

স্লাইড তৈরি করলাম। রোস্ট্রামে দাড়িয়েঁ প্রস্তুতি নিচ্ছি। হাতে ওয়ারলেস মাউস। পাশে পর্দায় ডিসপ্লে। বক্তব্যের সাথে সাথে পয়েন্টগুলো ডিসপ্লে হচ্ছে। দর্শক, শ্রোতা নিস্তব্ধ। শেষ করলাম বক্তব্য। এমন ব্যতিক্রমধর্মী উপস্থাপনার জন্য সকলের ধন্যবাদ পেলাম।

কনটেন্টটি বাতায়ন বন্ধুদের জন্য শেয়ার করছি।

আরো দেখুন