Loading..

প্রকাশনা

২৩ এপ্রিল, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

অনন্য দেখা- কাব্যগ্রন্থ
বুনন ইসমত আরা মমতাজ দূরে-যেখানে বেতস বনে বুনো হাওয়া উড়ায় সবুজ আঁচল হয়তো বা কখনো দোলায়ে চামর চন্দনের চিকন নিতম্ব করে লাল সেখানে-হ্যাঁ সেখানেই আমি সুখ পাখিরে দেখেছি স্বপন। দূরে যেখানে মাঠের বুকে বাতাস দানের শীষে ধরায় কাঁপন,যেন কাঁপা ঠোঁটে হলদে শাড়ির ঘোমটা খুলে তোলে সুরের মূর্ছণ কখনো ধানে ধান লেগে শুরু হয় নিক্কণ সেখানে- হ্যাঁ সেখানেই করেছি আমার স্বপ্ন সাধেরে বুনন।।

আরো দেখুন