Loading..

প্রকাশনা

২৪ এপ্রিল, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

সরচিত কবিতা ১
শাহীনূর আক্তার, সহকারি শিক্ষিকা, থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবুজ মাঠ দূরের মাঠ ছুঁইয়ে আছে নীল আঁকাশ আছে তার সবুজের প্রতি গভীর বিশ্বাস। সবুজ দেশ তাকে হাতছানি দিয়ে ডাকে রাখাল ছেলে গেছে নদীরও বাঁকে। নতুন বউটি গেছে ঘোমটা টেনে পাখির দল গান গেয়ে যায় বনে বনে। ভোরের শিশিরে পা ফেলে ফেলে ছোট ছোট শিশুরা নেচে নেচে চলে। মাঠ ভরা আছে সবুজ ধান দাদিবুড়ি খাছে বসে পান। মায়ের হাতের পিঠা খেতে লাগে কত মজা রীতিমত লেখাপড়া না করলে বাবা দেয় সাজা।

আরো দেখুন