Loading..

প্রেজেন্টেশন

০৯ জুলাই, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

স্বদেশ প্রেম

এ,কে,এম,আই,খায়রুল আলম; সিনিয়র সহকারি শিক্ষক, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঢাকা।

অনেক দিন থেকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি, সম্পাদনা এবং সংগ্রহ করে শিক্ষক বাতায়নে আপলোড করছি। কিন্তু অনেক দিন থেকে খুব ইচ্ছে হচ্ছিল শ্রেণি কক্ষে ব্যবহারের জন্য এনিমেশন তৈরি করতে। অনুশীলন ও সময়ের অভাবে তা করতে পারিনি। তাই শেষ পর্যন্ত ইচ্ছার কাছে সকল সীমাবদ্ধতাকে হার মানিয়ে চাঁদা ব্যবহার করে কোণ পরিমাপের উপর একটি এনিমেশন অনেক কষ্টে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম যা প্রাথমিক বিভাগের শিশুদের জন্য। এনিমেশনটির সাহায্যে বিভিন্ন ধরনের কোণ সম্পর্কে বলতে পারবে। এনিমেশনটিতে বেশ কিছু Scripting Language এর কাজ করা হয়েছে, যেন এনিমেশনটির File size ছোট হয়। আশা করি শিক্ষক বাতায়নের বন্ধুরা সময় নিয়ে এনিমেশনটি দেখবেন এবং আপনাদের মতামত ও পরামর্শ দেবেন। তবে দয়া করে রেটিং না দিলে খুশি হব।

আরো দেখুন