Loading..

প্রকাশনা

২৮ এপ্রিল, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....অফিস-২০১৩
শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনাদের ভালবাসা এবং আন্তরিকতায় অনুপ্রানিত হয়ে “কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....” এর উপর একটি বই লেখার কাজ শুরু করেছি। জানিনা কতটা সফলভাবে শেষ নামাতে পারব। তবে আপনাদের মতামত, পরামর্শ এবং সহযোগিতাই দিতে পারে এটির সফল পরিসমাপ্তি। বর্তমানে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে Microsoft Office তথা Microsoft PowerPoint-2007, 2010 এবং 2013, তাই এই বইটিতে Microsoft PowerPoint-2007, 2010 এবং 2013 এর উপর আলাদা আলাদা অংশ থাকবে। যাতে করে যে কোন ব্যবহারকারী এখান থেকে সহজেই তাদের সমাধান খুজে পেতে পারে এবং সফল ও সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে নিশ্চিত করতে পারে। এজন্য আপনাদের মতামত, পরামর্শ, সহযোগিতা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করি। লেখার প্রথমদিকের কিছুটা অংশ আপনাদের জন্য তুলে ধরা হলো যেটি দেখে প্রয়োজনীয় মতামত দেওয়ার অনুরোধ রাখছি।

আরো দেখুন