Loading..

প্রকাশনা

২৮ এপ্রিল, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশের এমপিওভুক্ত (ইনডেক্সধারী) শিক্ষকদের সমিতি চাই।
আজ আমরা বেসরকারি/এমিপও ভুক্ত স্কুল, কলেজ বা মাদ্রাসায় যারা শিক্ষক/ কর্মকর্তা-কর্মচারী তাঁদের আজও কেন কোন সমিতি নাই? আপনারা বলবেন- আমাদের আনেক সমিতিই আছে। আমার প্রশ্ন ওখানেই আনেক সমিতি থাকবে কেন? আমরা মানুষ গড়ার কারিগর, আমাদের সকলেরই দেশের সর্বচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ রয়েছে। আমরা কি – মটর শ্রমিক সমিতি, বণিক সমিতি, গার্মেন্টস শ্রমিক সমিতি, তাঁতি সমিতি, জেলে সমিতি, বিএমএ, ড্রাগ সমিতি- দেশের এ সকল সমিতি দেখে নিজেদেরকে শুধরাতে পারি না! থাকতে পারে আমাদের রাজনৈতিক আর্দশের মতপার্থক্য। যা অন্য সমিতিতেও রয়েছে। তবুও তাঁরা নির্দিষ্ট সময় অবধি নির্বাচনের মাধ্যমে একক নেতৃত্বে থাকেন। আসুন আমরা আর ধ্রমজালের মধ্যে না থেকে নিজেদের সমস্যাগুলো সরকার / দেশের কাছে তুলে ধরার জন্য এক কাতারে দাঁড়ায় এবং সবার কাছে গ্রহণীয় একটা সংগঠন দাঁড় করায়। আশা করি, বাতায়নের ভাই বোনেরা মতামত দিবেন আর যা করলে দেশের বেসরকারি/এমপও ভুক্ত স্কুল, কলেজ বা মাদ্রাসার শিক্ষক/ কর্মকর্তা-কর্মচারী একমতে আসা যায় তার ফর্মূলা দিবেন। এমপিওভুক্ত শিক্ষকদের সমিতি প্রসঙ্গে লেখা আপনাদের সুবিবেচনায় ও মতামতের অপেক্ষায় আছে। পরের করণীয় বিষয়ে পরামর্শ আশা করছি। আসাদ ভাইসহ অনেকেই সাথে আছেন শুনে খুশি হলাম। তবে একটু মতামত দিবেন কি? কি করে আমাদের জেনারেশন থেকে বাংলাদেশে সর্ব্জন নন্দিত একটা শিক্ষক সমিতি দাঁড় করান যায়। বিশেষ করে যারা বর্তমানে শিক্ষক নেতা হিসেবে মনে করেন তাঁদের মতামতও আশা করি এবং আমার লেখা তাঁদের বিবেকের বিবেচনার মূল্যায়ন চাই। এমপিও ভুক্ত শিক্ষকদের বাতায়নের সদস্য কম বলে মনে হয়। আমার এ ধারণা অমূলক হলে কমান্ড করে সাড়া দিবেন। আমি একজন এমপিও ভুক্ত শিক্ষক। আমার মনে অনেক প্রশ্ন যা আপনাদের সাথে মত বিনিময় করতে চাই। কিন্তু ব্লকে লিখে তেমন সাড়া পাই না। আমরা একতা বব্ধ হয়ে দেশ তথা সরকারের কাছে আমাদের সমস্যা তুলে ধরে তা সমাধান করতে চাই। এমন আরও অনেক কথা ……… কিছুদিন আগে আমার একজন নিকট আত্মীয়র বাবা বাধ্যকজনিত কারণে মারা যান (ইন্নালিল্লাহে ............ রাজিউন) আমার আত্মীয় কিছু ফকির (ভিক্ষুক) খাওয়াতে চান, তারই প্রস্তুতি সভা চলছিল আমি একজন ঐ সভার সদস্য। আত্মীয় বলে ৫০ (পঞ্চাশ) জন ফকির (ভিক্ষুক) খাওয়ানো যাক, এর জন্য যা প্রয়োজন তার ব্যবস্থা নিন। আমি বললাম- ফকির ৫০ জনের কাছে ১০০/১৫০ জন হয়ে যাবে একটু বেশি বেশি করে অর্ডার দিতে হবে। ওরা বলে না সমস্যা নাই আমাদের এখানে ফকিরদের (ভিক্ষুক) সমিতি আছে, ওদের চেয়ারম্যানকে ৫০ জনের দাওয়াত দিলে সে ৫০ জনকে সাথে করে দাওয়াত খাবে, আবার ১০০ জনের দাওয়াত দিলে সে ১০০ জনকে সাথে করে দাওয়াত খাবে। কম বা বেশি হওয়ার সুযোগ নাই। বাংলাদেশের এমপিওভুক্ত (ইনডেক্সধারী) শিক্ষকদের সমিতি চাই। ইনডেক্সধারী শিক্ষক অবশ্যই তাঁর ইনডেক্সের কারণেই সমিতির সদস্য হবেন যাঁদের ভোটে উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় কমিটি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হবেন। যা দেশ, সরকার বা বিশ্বের কাছে গ্রহণীয় একটি পেশাজীবী সংগঠন হিসেবে সম্মানিত হবে। আমরা সদস্য বলে গর্বিত হব। তথা কথিত শিক্ষক নেতাদের বলি আসুন না! আমাদের কাছে, আমরা আপনাদের সম্মান বাড়ায় সাথে সাথে নিজেরাও গর্বিত হই। শিক্ষকরা জাতির বিবেক আবারও প্রমাণ করি। স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেল তবুও এই পেশাজীবী সংগঠনের সাধারণ শিক্ষকরা মুখ খোলে না কেন? আমার জানা মতে বাংলাদেশে এমন আজব সংগঠন আর নাই। যে কয়টা সংগঠনের কথা বলেন একটাও প্রকৃত সংগঠন না, এরা মন গড়া সংগঠন তাই ওদের মূল্যায়ন নাই। চোরকে চোর, দালালকে দালাল বলার মত সাহস সাধারণ শিক্ষকদের আছে সেটাও তথাকথিত শিক্ষক নেতাদের জানা দরকার। আমার আয়োজন ...............। সন্তান যদি বাবার জন্য দোয়া করে তার গুরুত্ব অনেক বেশি। আমাদের পরের জেনারেশন আমাদের জন্য দোয়া করতে পারে এমন বিবেক যদি আল্লাহ ওদের দেয়। একটু লেখেন ভাই, লেখকদের হাত পড়লে মানুষ গুরুত্ব দিবে। মানুষ একদিনেই সুন্দর পোশাক পরতে শেখে নি, এর জন্য ............ নতুন করে নিয়ম করার প্রয়োজন নাই। নিয়ম আছেই তা প্রয়োগ করলেই সমাধান। যিনি এ বিষয়ে নিয়োগ পেয়েছন, ক্লাস নেন এমন কি DCD প্রশিক্ষণ শেষ করেছেন তাকে আপনি প্রধান হিসাবে কাজ জানে না, এমন কথা বলতে পারেন না। যদি সত্যই উনি না জানেন তবে উনি নিয়োগ পেল কেন? উনাকে চাকরী থেকে বাদ দেন না কেন? উনি ফাঁকি দিলে দেখার দায়িত্বও আপনার এমন কি তার যথাযথ ব্যবস্থা নিতেও আপনি পারেন। এ দায়িত্ব আপনি এড়াতে পারেন না। কিন্তু তাই বলে চক ডাষ্টার (ল্যাপ্টপ) কেড়ে নিতে পারেন না। আজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমিতি আছে আজ তারা সরকারের কাছ থেকে ন্যায্য দাবি আদায় করে নিতে পারল। আমরা কেন দেখে শিখি না? এমপিওভুক্ত (ইনডেক্সধারী) শিক্ষকদের সমিতি চাই। ইনডেক্সধারী শিক্ষক অবশ্যই তাঁর ইনডেক্সের কারণেই সমিতির সদস্য হবেন যাঁদের ভোটে উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় কমিটি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হবেন। যা দেশ, সরকার বা বিশ্বের কাছে গ্রহণীয় একটি পেশাজীবী সংগঠন হিসেবে সম্মানিত হবে। আমরা সদস্য বলে গর্বিত হব। তথা কথিত শিক্ষক নেতাদের বলি আসুন না! আমাদের কাছে, আমরা আপনাদের সম্মান বাড়ায় সাথে সাথে নিজেরাও গর্বিত হই। শিক্ষকরা জাতির বিবেক আবারও প্রমাণ করি।

আরো দেখুন