Loading..

প্রকাশনা

২৯ এপ্রিল, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

মডেল পেশজীবী সংগঠন
মানুষ অভ্যাসের দাস। চিরন্তন সত্য- সমাজ চালিত হয় কিছু সভ্য ও কিছু অসভ্য মানুষের দ্বারা। এটা ভেবে বলা যায় কোন সন্দেহ ছাড়াই সভ্য মানুষের সংখ্যা সমাজে অবশ্যই বেশি এবং প্রভাবও বেশি। যার কারণেই অসভ্যদের চক্রান্ত পদদলিত করে দেশটা সভ্যতার দিকে নিচ্ছে, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়া দ্রুত গতিতে সাফল্যের দিকে ধাবিত হচ্ছে। তারপরেও অসভ্য মানুষগুলো সভ্য সমাজ প্রতিষ্ঠায় বা নতুন সভ্যতায় বা প্রযুক্তির গতিকে বাধাগ্রস্থ করছে। সভ্যকে সভ্য বলা, অসভ্যকে অসভ্য বলা, সত্যকে সত্য বলা আমাদেরই কাজ। অন্যায়ের পাল্লা ভারী বলে তা মেনে নেয়া সভ্য মানুষের কাজ নয়। অনিয়ম যত শক্তিশালীই হউক না কেন, একজন শিক্ষক হিসেবে অনিয়মকে অনিয়ম বলাই শ্রেষ্ঠত্ব বলে মনে করি। আসুন আমরা শিক্ষক সমাজ জাতিকে আরও সামনের দিকে নিয়ে যায়। অনিয়মকে ভেঙ্গে চুরে দেশের মডেল পেশজীবী সংগঠন হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই।

আরো দেখুন