Loading..

প্রকাশনা

১৫ এপ্রিল, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

পড়ুন এবং জানুন, মো: মকবুল হুসেন বুলবুল,সহকারি শিক্ষক,ADBM হাই স্কুল, শ্রীপুর, গাজিপুর।
পবিত্র কোরানে বলা হয়েছে পড়। কারন , reading makes a man perfect. পড়তে না চাওয়া ই অজ্ঞতা। জ্ঞাণী সক্রেটিস বলেছেন যে অজ্ঞতা ই পাপ। পড়া হতে বিরত থাকা মূর্খতা। সে অহংকারি। সে মনে করে তার নুতন কিছূ জানার বা শিখার বাকি নাই। তার থাকেনা ন্যয়বোধ,সহমর্মিতা ও অন্যের প্রতি শ্রদ্ধাবোধ। সে শুধু পার্থিব সম্পদ ও সুখ লাভ করতে চায়। কিন্তু অধ্যয়ণশীল ব্যক্তি সদা নম্র,নীতিপরায়ন ও সৎ থাকেন । তার থাকেনা আত্ম্ব অহংকার। বারটান্ড রাসেল তার বই why I am not a cristian এতে বলেছেন,the more I read,the more I feel my ignorence. বর্তমানে মানুষ এর মধ্যে বই পড়ার প্রবনতা দিন দিন কমে যাচ্ছে।স্কুল, কলেজগামি ছাত্র ছাত্রিগন নিছক পরী ক্ষা পাশের জন্য ই বই পড়ছে।রবীন্দ্রনাথ বলেছেন যে শিক্ষিত জন মাত্র ই স্বশিক্ষিত।বই এর প্রতি অনীহার কারন dish tv,android mobile phone এবং আধুনিক electronic open midea.এদের প্রতি অধিক জোক। প্রাত্যহিক কাজকর্ম সেরে বিশ্রামকালে Tv দেখছে ও ক্লান্ত হয়ে ঘুমাতে যাচ্ছে। যদি ও বা drawing room এ Bookshelf শোভা পাচ্ছে, তা নিছক ই লোক দেখানো। বই পড়া মানুষকে সুন্দর করে।তাই আসুন, সকলে বই পড়ার অভ্যাস গড়ে তুলি। কোমলমতি ছেলেমেয়ের হাতে mobile এর বদলে বই তুলে দেই। তাতে সমাজ হবে সভ্য ও উন্নত, ভবিষ্যৎ প্রজ ন্ম হবে সুশিক্ষিতা,অনাগত বিশ্ব হবে শান্তিময়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি