Loading..

প্রকাশনা

৩০ এপ্রিল, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

ডিজিটাল বাংলাদেশ গঠনে শিক্ষক বাতায়ন। মো: মকবুল হুসেন বুলবুল, আলহাজ্ব ধনাই বেপারি মেমরিয়াল উচ্চ বিদ্যালয়, শ্রীপুর, গাজিপুর।
সমাজ পরিবর্ত নশীল। সবখানে লেগেছে প্রযুক্তির ও বিজ্ঞানের ছোঁয়া। এই ক্রমবিকাশের ধারায় শিক্ষা ও শিখন প্রক্রিয়া য় এসেছে পরিবর্ত ন। শিক্ষা বিস্তারে শিক্ষকের ভুমিকা সবচেয়ে বেশী। তাই এখন দরকার প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক শিক্ষক। দরকার গতানুগতিক শিক্ষার পরিবরতে আধুনিক শিখন পদ্ধতি। শিক্ষক এর দক্ষতা বাড়াতে শিক্ষক বাতায়ন কাজ করছে। এ টা এমন এক platform যেখানে শিক্ষক প্রয়োজনীয় তথ্য, উপকরন এবং techniques জানতে পারবে। এখানে নিজেদের মতামত share করে তাদের পেশা ও অভিজ্ঞা তা কে শাণিয়ে নিতে পারবে। নিজের ভুলত্রুটি বুঝতে পারবে এবং কোন পদ্ধতি অধিক ফল্প্রসু হবে তা ও জানতে পারবে। content বানানো, উন্নত পাঠ দান ওউপকরন ইত্যাদি সহায়তা পেতে পারবে। এ জন্য শিক্ষকদের নিজস্ব laptop computer থাকা দরকার। উন্নত network ও যোগাযোগ ব্যবস্থার দরকার। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য আধুনিক শিক্ষাক্রম দরকার। তবেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলা সম্ভব হবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি