Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ মে, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

বরগুনার বেতাগী আলোকীত করার অপেক্ষায়- " মুক্তআলোয় নিজকে গড়ি"

বরগুনার বেতাগী আলোকীত করার অপেক্ষায়-
" মুক্তআলোয় নিজকে গড়ি"
আজ বিকাল ৬ ঘটিকায় বন্ধু সিদ্দিকুর রহমান রিয়াদের দাওয়াতে যোগ দিলাম বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার সম্মানীত ইউপি চেয়ারম্যান জনাব সৈয়দ গোলাম রব স্যারের ইফতার পার্টিতে।
ইফতারের পর বিভিন্ন আলোচনার মধ্যে নিয়ে আসলাম " মুক্তআলোয় নিজকে গড়ি " প্রোগ্রামের বিষয়টি। স্যার বিস্তারিত শুনে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের একটি উদ্যোগ গ্রহন করার জন্য ভুয়সী প্রশংসা করেন এবং তাঁর ইউনিয়নে এ বিষয়ে একটি কর্মশালার প্রস্তাবে রাজি হয়ে যান। আমার সম্মতি পাওয়ায় তিনি ভেন্যু হিসাবে তাঁর বিদ্যালয়ে( কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়) কর্মশালার অনুমতি ও যাবতীয় ব্যয়ভার বহনের দায়ীত্ব গ্রহন করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সেলিম আহাম্মদ স্যারের সাথে দেখা করলে স্যার অত্যান্ত আগ্রহভরে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি মুক্তপাঠ, শিক্ষক বাতায়ন ও কিশোর বাতায়ন সম্পর্কে আগেই জানতেন তবে মুক্তপাঠের বিভিন্ন কোর্স ও কন্টেন্ট প্রতিযোগিতা নিয়ে এই প্রথম বিস্তারিত শুনে অত্যান্ত আগ্রহ প্রকাশ করেন ও এমএমসি এ্যাপ্সের কোর্সটি তাৎক্ষনিক ভাবে সম্পন্ন করেন এবং বাতায়নের প্রতিযোগিতায় আবেদন করেন।
এ সময় তিনি বাতায়নে প্রতিটি বিষয়ের ড্রপডাুন ম্যানুর ন্যায় প্রতিটি বিষয়ের অধ্যায় বিত্তিক ড্রপডাউন ম্যানু রাখার জন্য আমার মাধ্যমে কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
সম্মানীত চেয়াম্যান স্যার ও প্রধান শিক্ষক মহোদয় সহ বন্ধু রিয়াদকে এটুআই এর পক্ষথেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আরো দেখুন