Loading..

প্রকাশনা

১৬ মে, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

একটি কবিতা (হে মানুষ)
হে মানুষ মোঃ নুরুল ইসলাম প্রধান শিক্ষক হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর সদর। হে মানুষ! ক্ষণিকের পৃথিবীতে এলে আবার যাবে চলে রেখে যাবে কী পৃথিবীর পরে ? তোমার যারা উত্তরশূরী, বাইবে তারা কীভাবে তরী, কীভাবে ধরবে জীবনের হাল, স্মরবে তোমায় কেমন করে ? ফুলে ভরা অপরূপ ধরনী, কোনদিন তা চেয়ে দেখনি, সৃজিছে তা কেমনে বিধাতা! নিয়মের রাজ্যেও প্রবেশ করনি। তবে কেন আজ এত হাহাকার! কে রোধবে তারে সাধ্য কার ? কে ভাঙবে এই সকল অনিয়ম, সত্যের সাথে হয়ে একাকার! চেয়ে দেখ ফিরে পশ্চাদে যারা, রেখে গেছে কত শান্তির ধারা, তুমি এস আজ বর্তমানে কী রেখে যাবে চেয়ে রবে যারা ? ফিরাও যারা হয়েছে পথহারা, সত্য ন্যায়ে জেগে উঠুক তারা, তবে হবে পৃথিবীর পরে হে মানুষ তুমি সৃষ্টির সেরা।

আরো দেখুন