Loading..

খবর-দার

২৬ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

ধন্য আমি ধন্য--

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়া । 

    এখানে এসে  এখানকার পরিবেশ, নিয়মকানুন  সাজানো গোছানো ফুলের বাগান  আমাকে এক কথায় বিমোহিত করেছে।রুচিশীল  উদ্বোধনের  মধ্য দিয়েই শুরু হয়েছিল ২য় ব্যাচের প্রশিক্ষনের কার্যক্রম।প্রধান অতিথি হিসাবে ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান মহোদয় ,আরো অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ অন্যান্য ব্যক্তিবর্গ- প্রত্যেকের ভাষণ ছিল অসাধারন জ্ঞানের ভান্ডার। যা আমরা মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রবন করেছিলাম। ৩০ দিনের প্রশিক্ষণের আজ ২০ তম দিন। আজ অনেকটা হটাৎ করেই একটি মতবিনিময়য় সভা অনুষ্ঠিত হয়ে গেল,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব নুর উর রহমান স্যার,স্যারের সাথে অত্যন্ত খোলামেলা ভাবে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হল ।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ  স্যার ,সভাপতি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব ফেরদৌস আলম স্যার,পরিচালক (নেকটার)।

আমি নিজেকে ধন্য মনে করেছি এখানে এসে।যেখানে প্রতিটি মুহুর্তে শেখার অনেক কিছুই রয়েছে। ধন্য আমি ধন্য,নেকটারের জন্য।

ধন্যবাদ জানাই নেকটার কতৃপক্ষকে।