Loading..

উদ্ভাবনের গল্প

০৬ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

আমাদের আঙ্গিনায় আরবি ভাষার ব্যবহার। নির্মাতাঃ মোঃ নাসরুল্লাহ

মাদরাসা শিক্ষক হিসেবে প্রায়ই ভাবি কখন আমার শিক্ষার্থীরা তার শিক্ষক ও বন্ধু বান্ধবের সাথে আরবিতে অনর্গল কথা বলবে, কখন একজন বিদেশির সাথে আরবি ভাষা ব্যবহার করবে। বর্তমান বিশ্বে যেখানে প্রায় ৪০০ মিনিয়ন মানুষ আরবি ভাষায় কথা বলে, সেখানে একজন আরবি পড়ুয়া মাদরাসা শিক্ষার্থীর আরবি ভাষায় কথা বলতে না পারাটা এক ধরনের পশ্চাতগামিতা।

এ ভাবনা থেকেই শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি আরবি ভাষায় কথা বলতে। শুরু করে দেই আমাদের আঙ্গিনায় আরবির ব্যবহার। মাদরাসার অধ্যক্ষের সহযোগিতায় নতুন এ উদ্যোগটি ফলপ্রসু হওয়ায় শিক্ষার্থীরা এখন ক্লাসে, মাদরাসার আঙ্গিনায়, রাস্তায় পরস্পরে আরবি ভাষা ব্যাবহার করছে। ওরা পেয়েছে বিদেশি ভাষা ব্যাবহারের এক নতুন স্বাদ। ওদের মধ্যে সৃষ্টি হয়েছে ভিন্ন এক আমেজ। গড়ে ওঠেছে আমাদের আঙ্গিনায় আরবি ব্যবহারের সমুজ্জল দৃষ্টান্ত