Loading..

উদ্ভাবনের গল্প

১২ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্নের স্কুল ,গড়ি নিজেকেদিয়ে শুরু করি
আমি মুহাম্মদ শাহীন আল মাসুদ , সহকারি শিক্ষক বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ।বালিয়াকান্দি, রাজবাড়ী ।আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহন করেছি । যেমনঃ ১ । নিয়োমিত মাল্টিমিডিয়া কন্টেন্ট দ্বারা শ্রেণি কার্য পরিচালনা করি । ২।প্রতি মাসে উপস্থিতি পুরস্কার প্রদান করি ৩। বছর শেষে যে শিক্ষার্থী বেশি উপস্থিত থাকে তাকে খুব ভালো পুরস্কার দেই। ৪। যদি কোন শিক্ষার্থী স্কুলে না আসে সংগে সংগে তাক ফোন দিয়ে না আসার কারণ জানি । ৫। আমি প্রতি দিন স্কুল থেকে ফেরার সময় ১ জন অনুপস্থিত শিক্ষার্থীর বাড়ি আই । ৬। ক্লাসে শিক্ষার্থীদের কয়েকটি দল করেছি, প্রত্যেক দলে একজন দলনেতা নির্বাচন করেছি ,দলের কেউ অনুপস্থিত থাকলে স্কুল শেষে দলের কেউ কেউ ঐ শিক্ষার্থীর বাড়ি যাবে ।মাঝে মাঝে আমি নিজে ওদের সাথে যাই । ৭। দলের সদয়দের পড়া না হলে সবাই থাকে পড়তে সহায়তা করে । ৮। প্রতি মাসে শ্রেণি ভিত্তিক মা সমাবেশ করি । ৯। কোন কোন সময় এস, এম, সি , সদস্যদের নিয়ে হোম ভিজিট করি । ১০।শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের বেশি বেশি ব্যস্ত রাখি ।