Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ জুন, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

"ল্যাপটপে আর ইন্টারনেটে যা আছে সব আমাকে শিখিয়ে দিবেন স্যার!'

চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপ্তি রাণী দাস সবে মাত্র ৬ দিনের ইন হাউস ট্রেনিং করেছেন। এই ৬ দিনে আইসিটির সামান্য ধারণা নেওয়া যায় মাত্র। এই ট্রেনিং থেকে উনার আইসিটির প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই আগ্রহ থেকে আজ আমার কাছে এসেছেন আইসিটি বিষয়ে পুরো ব্যপারটা শিখতে। উনার ভাষায়, "ল্যাপটপে আর ইন্টারনেটে যা আছে সব আমাকে শিখিয়ে দিবেন স্যার!' উনার ইচ্ছা আইসিটিতে আমার মত পটু হবেন। যত দিন লাগে। আমি বলেছি, আপনি পারবেন! আপনি প্রতিদিন চলে আসবেন!

 

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি