Loading..

উদ্ভাবনের গল্প

১১ অক্টোবর, ২০১৯ ০৯:০৫ পূর্বাহ্ণ

Innovention Fair - 2019

উদ্ভাবনী মেলা- ২০১৯

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, লেখাপড়া তথা শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতিশীল ১৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান একটি দলে সংগঠিত হয়ে নানা বিষয়ের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ২০০৮ সালে সেই থেকে আজ অবধি আমরা এগিয়ে চলেছি। যেমন বিতর্ক প্রতিযোগিতা, গণিত মেলা ও অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা,জে,এস, সি ও এস, এস, সি মডেল টেষ্ট , ( শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূরীকরণ সহ ইংরেজিতে দক্ষ করার লক্ষ্যে  আন্ত স্কুল ভিডিও কনফারেন্স এর আয়োজন করা।স্ক্র্যাবল প্রতিযোগিতা করা।

তাই এবারের আয়োজন ছিল Innovention Fair -2019 গত ১ সেপ্টেম্বর ২০১৯ Innovention Fair -2019

এর আয়োজন করা হয় এই Innovention Fair -2019 এ ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজের হাতের তৈরি মোট ১৩০ টি প্রকল্প উপস্থাপন করে, Innovention Fair -2019 এ শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ জন EEE বিভাগের মেধাবি শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়।

দিনব্যাপী এই এই অনুষ্ঠানে এই উপজেলার প্রায় ২ হাজার শিক্ষক/ শিক্ষার্থী এই Innovention Fair -2019 উপভোগ করে ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে সকাল ৯টা এ মেলার শুভ উদ্বোধন করা হয়। এর পর সকাল ১০টা পর্যন্ত গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারটি কক্ষে ধারাবাহিক ভাবে উদ্ভাবনী ধারনা দেয় । ১টা – ২টা পর্যন্ত লাঞ্চ সেরে ২টা থেকে ৪টা পর্যন্ত Innovention Fair -2019 এ প্রকল্প উপস্থাপন করে।

অবশেষে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয় ।

 ভিডিও গুলি দেখুন- https://www.youtube.com/watch?v=PKIGnVKrpsQ&t=3s

https://www.youtube.com/watch?v=rMAL2iVeQa8

https://www.youtube.com/watch?v=wBlwE9iqvbE

https://www.youtube.com/watch?v=YcM2vx3Sj30

https://www.youtube.com/watch?v=ELYwNVlHaN8