Loading..

খবর-দার

২০ অক্টোবর, ২০১৯ ০৭:১৯ অপরাহ্ণ

একজন সাদা মনের মানুষ!

একজন সাদা মনের মানুষ!


আসসালামু আলাইকুম স্যার । আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম । আমি একটু অসুস্থ। আপনি কেমন আছেন? বলুন কি করতে পারি ! গল্পের শুরু এখানেই ...
স্যার আমি বৃটিশ কাউন্সিল এর প্রজেক্ট (ISA award) সম্পর্কে জানতে চাই । শুরু হয়ে গেল ! 
কখনো অসুস্থতা কিংবা ব্যস্ততা যাকে দূরে রাখতে পারিনি , তারুন্য দীপ্ত আলোকিত মন যার, সদা হাস্যোজ্জ্বল বদনখানি , ছোট -বড়, ধনী-গরীব ভেদভেদহীন এক মধ্য বয়সী পরোপকারী মোহাম্মদ কামাল উদ্দিন স্যার ।।
পেশায় একজন বিজ্ঞান শিক্ষক । কর্মজীবন শুরু চন্দ্রনাথ বালিকা  উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে 2002 সালে। বিজ্ঞান বিষয়ক জ্ঞান লাভের মধ্যে ইংরেজি বিষয়ের দখল কখন যে গলদকরণ করেছেন তা বলার উপেক্ষা রাখে না; যার ভুরি ভুরি প্রমান আমরা দেখতে পাই কর্মক্ষেত্রে । পেয়েছেন খ্যাতি , রেখে যাচ্ছেন সফলতার স্বাক্ষর ইতিহাসের সোনালী পাতায় ! 
দীর্ঘ 9 বছর এর পর 2011 সালে পদোন্নতি হয় সহকারী প্রধান শিক্ষক। অসংখ্য সফলতার পুরস্কার পেয়ে পারি জমান নসিব উল্লাহ উচ্চ বিদ্যালয়, উসমানী নগর, সিলেট । কিন্তু মন কিছুতেই সেখানে থাকতে চাইলনা নিজ উপজেলায় ফিরে আসার তাগাদা যেন সকাল বিকাল রাত। আর হলো ও তাই। ফিরে এলেন সেই জায়গায় যেখান থেকে উনার স্বপ্ন শুরু। প্রিয় ছাতক উপজেলার এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর। উনার সার্বক্ষণিক সাথী ছিলেন ছাতক উপজেলার আরেক নক্ষত্র জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেরা কন্টেন্ট নির্মাতা, জেলা এম্বাসেডর জনাব কবিরুল ইসলাম ।।

সুনামগঞ্জ জেলার খুব কম শিক্ষকই আছেন যিনি উনার ছোঁয়ায় সাফল্য অর্জন করেন নি । অনেকগুলি বিদ্যালয় আইএসএ ফুল আয়াওয়ার্ড পেয়েছে। এমনকি স্বপ্নের দেশ লন্ডন সফর পর্যন্ত করিয়েছেন ।

কিছু অর্জন উল্লেখ না করলে কৃপণতা থেকে যাবে ।
উল্লেখযোগ্য হলো : British Council Ambassador, সেরা কন্টেন্ট নির্মাতা , জেলা এম্বাসেডর সুনামগঞ্জ, (শিক্ষক বাতায়ন), সভাপতি ডিজিটাল শিক্ষক গ্রুপ, সুনামগঞ্জ জেলা । 
ব্যক্তি জীবনে উনি একজন ধর্ম পরায়ণ , ন্যায়বান, পরোপকারী হিসেবে সর্বজন স্বীকৃত ।।
নি:স্বার্থ ভাবে কাজ করা যার পেশা; আমরা উনাকে পেয়ে গর্ববোধ করি ।।
আমাদের কাছে কামাল স্যার একজন সাদা মনের মানুষ ।।।
শ্রদ্ধা জানাতে আমরা ক'জন গিয়েছিলাম উনার নতুন কর্মস্থলে ।।
জনাব কবিরুল ইসলাম স্যারের নেতৃত্বে উপস্থিত সবার মধ্যে জনাব মিসবাহ স্যার, জনাব আবু সালেহ নোমান স্যার , জনাব নিজাম উদ্দিন স্যার, জনব আল আমিন স্যার এবং জনাব খালেদ স্যার প্রমূখ ।।

স্যার আপনাকে স্বাগতম ।।

মোঃ আল আমিন
জেলা এম্বাসেডর, সুনামগঞ্জ ।।