Loading..

খবর-দার

২২ অক্টোবর, ২০১৯ ১১:৪৪ অপরাহ্ণ

ইন-হাউজ প্রশিক্ষণের দুটি কথা
  • সুনামগঞ্জের ICT4E জেলা এম্বাসেডরদের আন্তরিক প্রচেষ্টায় প্রতি সপ্তাহে একটি করে 'ইন-হাউজ প্রশিক্ষণ' করে যাচ্ছেন জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে । আসছে আগামী ২৫'ই অক্টোবর ২০১৯ ইং তারিখে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ইন-হাউজ প্রশিক্ষণ এতে আগ্রহী শিক্ষকগণ অংশগ্রহণ করতে পারবেন। সুনামগঞ্জ এম্বাসেডর শিক্ষকরা মিলে অনেক বড় একটি ICT প্রেমি প্লাটফর্ম বানিয়েছেন,এতে বর্তমানে ৪০ থেকে ৫০ জন শিক্ষক কাজ করছেন। তারাও একসময় আমাদের মত এম্বাসেডর সেরা কনটেন্ট নির্মাতা হবেন এই প্রত্যাশা করি।আমরা সকলেই মিলে এই সংখ্যা বাড়িয়ে নেওয়া যায় কিভাবে সেইভাবে কাজ করে যাচ্ছি, তবে তার সবচেয়ে বেশি অবদান সুনামগঞ্জের কয়েকজন তারকা আইকনের মধ্যে একজন মিসবাহ উদ্দিন স্যার। কবিরুল স্যার, কামাল স্যার, নোমান স্যার এবং আরো অনেকেই তরুন শিক্ষকদের উৎসাহ দিয়ে এগিয়ে নিতে সাহস যোগাচ্ছেন। আমি তাদের সকলের দীর্ঘায়ু কামনা করি যেন তাঁরা এইভাবে এই দেশের শিক্ষা ব্যাবস্থায় আইসিটি বিষয়কে সবার কাছে নিয়ে যেতে পারছেন নিজেকে দিয়ে শুরু করি এই স্লোগানকে সামনে রেখে নিজ জেলাকে দিয়ে শুরু করি। এইভাবে সমগ্র দেশে যেন প্রতিমাসে মাসে দুটি করে প্রশিক্ষণের ব্যাবস্থা করা যায় আমি প্রত্যেক জেলা এম্বাসেডর স্যারদের অনুরোধ করছি। আমরা অবশ্যই এই দেশকে বঙ্গ বন্ধুর সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।