Loading..

খবর-দার

২৩ অক্টোবর, ২০১৯ ১০:৪৭ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা ।


#জীবনের অাগে জীবিকা নয়

সড়ক দুর্ঘটনা অার নয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯

## (একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না) ##

প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। অসংখ্য শিক্ষার্থী যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম। আমার মনে হয় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ যানবাহন চালকদের বেপরোয়া আচরণ। চালকদের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআরটিএর উদাসীনতা এবং পথচারীদের অসাবধানতাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে হয়।

সড়ক দুর্ঘটনাও এক ধরনের খুন। কিন্তু এই খুনের জন্য কঠোর শাস্তির বিধান না থাকায় যানবাহন চালকরা বেপরোয়া। কঠোর শাস্তির বিধান কার্যকর হলে চালকদের বেপরোয়া আচরণ অনেকাংশে কমবে। তারা সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন কিন্তু তা হয়নি। আবার অপরাধ করার পরও সংশ্লিষ্ট চালক ও গাড়ির বিরুদ্ধে তেমন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না।যে সড়ক ব্যবহার করে দেশের প্রতিটি মানুষ যাতায়াত করে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেই সড়ক হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। সাধারণ একজন নাগরিক হয়ে রাষ্ট্রের কাছে আমাদের বেশি কিছু দাবি নেই। শুধু সড়কে এরকম হিংস্রতা বন্ধে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং আমাদের একটি নিরাপদ সড়ক উপহার দিন। 

, ‘অনেক ড্রাইভার অতিরিক্ত সময় ধরে গাড়ি চালান। এভাবে টানা গাড়ি চালিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েন। একপর্যায়ে তাদের ঝিমুনি আসে। আর এসব কারণেই সড়ক দুর্ঘটনা ঘটে। তাই ড্রাইভারদের উচিত অতিরিক্ত সময় ধরে গাড়ি না চালানো। এই ব্যাপারে সচেতন হতে হবে। টানা ৫ ঘণ্টার বেশি সময় যাতে কোনো ড্রাইভার গাড়ি না চালায় সে ব্যাপারে দৃষ্টি দিতে হবে। ’

ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা  গ্রহন করতে হবে। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেক, এসব কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্টদের অবশ্যই সচেতন হতে হবে। দেশটা আমাদের। কেউ পঙ্গু হয়ে যাক তা আমরা চাই না। আমরা চাই সড়ক নিরাপদ থাকুক, দেশে শান্তি-শৃংখলা বজায় থাকুক।’

ধন্যবাদন্তে

অভিজিৎ কুমার মন্ডল

সহকারী শিক্ষক

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়,খালিশপুর, খুলনা।