সহকারী শিক্ষক
২৪ অক্টোবর, ২০১৯ ০৮:৪৭ পূর্বাহ্ণ
পুরাতন সেরাদের বাতায়নে এক্টিভ দেখতে চাই,,,
শিক্ষকদের মতামত প্রকাশের অন্যতম সাইট হচ্ছে শিক্ষক বাতায়ন, যেখানে তৈরি হয়েছে লক্ষ শিক্ষকদের মিলন মেলা। শিক্ষক বাতায়ন শুরুলগ্ন হতে প্রতি সপ্তাহে তিনজন করে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত করেছেন।এখন হচ্ছে দুইজন প্রতি সপ্তাহে। যারা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন, এখন বেশির তারা বাতায়নকে এগিয়ে নিতে সক্রিয় আছেন । সকল সেরা কন্টেন্ট নির্মাতা নিয়ে যদি শিক্ষক বাতায়নে যদি হেল্পলাইন নামে কোনো অফশন থাকতো তাহলে অনেক ভাল হত, বিশেষ করে আমাদের মতো যারা নতুন বাতায়নে কাজ করছে, নতুন দের জন্য সেখানে বিভিন্ন পরামর্শমুলক বিষয় যেটা সেরা কন্টেন্ট নির্মাতারা প্রদান করতেন, পরিশেষে শিক্ষক বাতায়ন পরিবারের সফলতা দিন দিন বৃদ্ধি পাক এই কামনায়।
বিশ্ব নাথ দাস,সহকারী শিক্ষক(আইসিটি)মগড়া উচ্চ বালিকা বিদ্যালয়, টাংগাইল সদর,টাংগাইল।