Loading..

প্রকাশনা

২৪ অক্টোবর, ২০১৯ ১০:১০ অপরাহ্ণ

শহিদ বেদিতে নাই অধিকার

 শহিদ বেদিতে প্রাণের দাবিতে ন্যায্য পাওনা মিটাও, ফিরাইওনা খালি হাতে; শান্তি সাম্যের বিবেকে হে মহিয়সী শিক্ষা দরদি। মুজিব মোদের জাতির পিতা শিখিনিকো হাত পাতা অধিকারের শক্তমুষ্ঠি ঐক্যবদ্ধ সমতায় পথিকৃৎ সময় এবার বাস্তবায়নে প্রতিশ্রুতির। জাতির যারা স্বপ্নের কারিগর আর কত ঘুমিয়ে রবে ছলচাতুরীতে জাগৃতির মান দাও, দাও সুযোগ মানসম্মত শিক্ষার নিশ্চিত বৈষম্যহীন আগামির। একি পুলিশ! যেন বাঘ হরিণ খেলা শহিদ বেধিতে বাধা নাকি সাধের হলি খেলা! ধিক, শত ধিক, লজ্জা হলোনা মোটে? হুকুম দিলে শিক্ষক পেটাতে! বাদ পরেনি নারীরা তাতে! শিক্ষা গুরু লুটায় যদি রাজ পথে বুটের আঘাতে রক্তাক্ত, বেহুঁশ চোরাগোপ্তা আঘাতে; তোমার সম্মান রইলো কি আর শক্ত পোক্ত কেদারাতে!!!! অবশ্য শিক্ষক শিখিয়েছিলো বর্ণমালা তোমাদের সন্তানাদিও শিখবে... কি! কি হয়েছে তাতে, প্রজাতন্ত্রের কর্মচারী বটে। তোমার সন্তান যেন শিক্ষক হয় নতুবা শিক্ষক হবেনা আর মেধাবী প্রজন্মের পর প্রজন্ম শিক্ষক জাতি কম নিয়ে দিয়ে যায় ঢের বেশি হাসিমুখে শুভ কামনায় বলে- বড় হও জ্ঞানে গুণে, হও কর্মবীর। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি