Loading..

উদ্ভাবনের গল্প

০৪ নভেম্বর, ২০১৯ ১০:৪৮ পূর্বাহ্ণ

"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি"

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি" এই বিষয়ে একটি ভিডিও চিত্র তৈরি করার কাজ শুরু করি। প্রথমে শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের একটি করে দলে ভাগ করে দিয়ে তাদের মধ্যে কর্ম বন্টন করে দেই। কে কে প্রশ্ন করবে, কে কে খাতায় লিপিবদ্ধ করবে তাদের মধ্যে আলোচনা করে নির্ধারণ করা হয়। অতঃপর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার নিকট আত্মীয় এবং মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের সাথে পূর্বে আলোচনা সাপেক্ষে নির্ধারিত তারিখে প্রত্যেকটি দল আলাদা আলাদা স্থানে গিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেন। আমি এবং সহকর্মীরা শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা প্রদান করি। মুক্তিযোদ্ধাদের কথার সূত্র ধরে অত্র অঞ্চলের বধ্যভূমি এবং মুক্তিযুদ্ধের স্মৃতিফলক পরিদর্শন করেন শিক্ষার্থীরা। এভাবেই তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। সব শেষে প্রতিটি দল একটি করে প্রতিবেদন তৈরি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে জমা করেন।