Loading..

ভিডিও ক্লাস

১৬ নভেম্বর, ২০১৯ ০৯:০৮ অপরাহ্ণ

ক্ষুদ্র হৃদয়ে অঙ্কিত হোক দেশ প্রেমের তুলির ছোঁয়ায় সোনালী দিনের ছবি।

দেশ কিংবা স্বদেশ বলতে আমরা সেই দেশকে বুঝি, যে দেশে আমরা জন্মেছি, যার বুকে কিংবা আলো-বাতাসে আমরা লালিত-পালিত ও বর্ধিত হয়েছি এবং বেঁচে আছি, যে মাটির ফল-ফসল, খাদ্য-পানি আমাদের দেহের পুষ্টি যোগাচ্ছে। কাজেই এ দেশ বা মাতৃভূমির জন্যে মানুষের অকৃত্রিম ভালোবাসা সহজাত ও স্বভাবজাত। স্বদেশ প্রেম জন্মভূমির জন্যে মানুষের এক ধরণের অনুরাগপূর্ণ ভাবাবেগ। এক কথায় স্বদেশ প্রেম বলতে বোঝায় নিজের জন্মভূমিকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা। জন্মসূত্রে মাতৃভূমির সঙ্গে গড়ে ওঠে মানুষের নাড়ির যোগ। তাই মানব চরিত্রের এই বিশেষ বৃত্তি ও গুণটির সঠিক চর্চার মাধ্যমে অর্জন করতে হয় আর এই মহৎ গুনটির চর্চার মোক্ষম সময় হল কিশোর বয়স। অসংখ্য ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে এমন একটি মহতী উদ্দ্যোগ ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি) গ্রহন করার জন্য ,আমাদের অনেকেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকে দেখার বা অংশগ্রহন করার পরম সৌভাগ্য লাভ করেনি কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছে বাংলা মায়ের সূর্য সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের খুব কাজ থেকে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন গ্রহন করার। বাস্তব মুক্তিযুদ্ধে অংশগ্রহন করতে না পারলেও কল্পনার রংয়ে এঁকেছে মহান মুক্তিযুদ্ধের ছবি তাদের মানসপটে। আর এভাবেই মজবুত হবে দেশ প্রেমের ভীত ।