Loading..

প্রকাশনা

০১ জানুয়ারি, ২০২০ ০৮:২১ পূর্বাহ্ণ

রবকে মানো সময়কে জয় করো

রবকে মানো সময়কে জয় করো

                   

মু. হুমায়ূন কবীর

 

 

প্লীজ, আর সময় নষ্ট করো না

ফিরে এসো পড়া-লেখায়

রবকে মেনে জীবন গড়ো

ভাসবে সুখের ভেলায়।

 

টাকা গেলে টাকা পাবে

মান গেলে হয়তো পরে পাবে

কিন্তু সময় গেলে তা আর ফিরে পাবে না,

ধ্বংস তো তার যে সময়ের মূল্য দেয় না;

          প্লীজ, কিভাবে তোমার যাচ্ছে সময়

          একটু ভেবে দেখো না।

 

ঐ কাজ তুমি আর

ভুলেও করো না

যে কাজে রবের কোনো

ভালোবাসা থাকে না;

          প্লীজ, অহেতুক এ কাজ করে

          জীবনটাকে বর্‌বাদ করো না।

 

কতো অধম, পাপী-তাপী মানুষগণ

রবের কথা মতো সময়ের মূল্য দিয়ে

হলো জ্ঞানী, গুণী মহাজন

খোদা চাহে, তুমিও হবে তেমন জন।

 

দৃঢ় সিদ্ধান্ত নাও এখনি-

করবে না আর সময়কে হেলা

একটি কদমও হবে আর

রবের কথার বাহিরে চলা;

          প্লীজ, যে কারণে এ ধরায় আসা

          তা মিলিয়ে দেখো না।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি