রবকে মানো সময়কে জয় করো

রবকে মানো সময়কে জয় করো
মু. হুমায়ূন কবীর
প্লীজ, আর সময় নষ্ট করো না
ফিরে এসো পড়া-লেখায়
রবকে মেনে জীবন গড়ো
ভাসবে সুখের ভেলায়।
টাকা গেলে টাকা পাবে
মান গেলে হয়তো পরে পাবে
কিন্তু সময় গেলে তা আর ফিরে পাবে না,
ধ্বংস তো তার যে সময়ের মূল্য দেয় না;
প্লীজ, কিভাবে তোমার যাচ্ছে সময়
একটু ভেবে দেখো না।
ঐ কাজ তুমি আর
ভুলেও করো না
যে কাজে রবের কোনো
ভালোবাসা থাকে না;
প্লীজ, অহেতুক এ কাজ করে
জীবনটাকে বর্বাদ করো না।
কতো অধম, পাপী-তাপী মানুষগণ
রবের কথা মতো সময়ের মূল্য দিয়ে
হলো জ্ঞানী, গুণী মহাজন
খোদা চাহে, তুমিও হবে তেমন জন।
দৃঢ় সিদ্ধান্ত নাও এখনি-
করবে না আর সময়কে হেলা
একটি কদমও হবে আর
রবের কথার বাহিরে চলা;
প্লীজ, যে কারণে এ ধরায় আসা
তা মিলিয়ে দেখো না।

মতামত দিন


মেফতাহুন নাহার
শুভেচ্ছা-অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ মেরাজুল ইসলাম
সুন্দর ও শ্রেনী উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য পূর্ণ ৫ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার এ সপ্তাহের কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করুন ও সমালোচনা করুন! ভালো লাগলে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মমতাজ রোখসানা আখতার
আমরা একে অপরকে সহযোগীতার মাধ্যমে শিক্ষক বাতায়নে সক্রিয় থাকবো। ধন্যবাদ

মোছাঃ মরিয়ম খাতুন
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার কনটেন্ট দেখে রেটিং সহ মতামত প্রদান করার জন্য বিনীত অনুরোধ রইল।

লাইলী আক্তার
লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভ কামনা রইল। আমার এই সপ্তাহের কনটেন্ট ৫ম শ্রেণির English বিষয়ের Unit : 24, Cyclone Aila কনটেন্টটি দেখবেন এবং মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ শহিদুল ইসলাম
পূর্ণ ৫ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কন্টেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

ননীগোপাল রায়
রেটিং সহ শুভকামনা রইল। আমার কন্টেন্টগুলো দেখে লাইক, রেটিং ও কমেন্ট দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।
সাম্প্রতিক মন্তব্য