Loading..

খবর-দার

১১ জানুয়ারি, ২০২০ ০৮:৫৪ অপরাহ্ণ

মুজিববর্ষকে সামনে রেখে গৃহীত পরিকল্পনা ও তা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

"মুজিববর্ষের অঙ্গীকার, শিক্ষায় শতভাগ আইসিটির ব্যবহার" শ্লোগানকে সামনে রেখে  গত ১০/০১/২০২০ খ্রীঃ তারিখে নাগেশ্বরী UITRCE এ জেলা ICT4E অ্যাম্বাসেডরগণের এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ উপজেলা সমন্বয়কারী ও সেরা কন্টেন্ট নির্মাতা মোঃ আবু আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলা অ্যাম্বাসেডরগণ স্ব স্ব পরিকল্পনা উপস্থাপন করেন৷ কর্মশালায় শিক্ষক বাতায়ন,  মুক্তপাঠ, কিশোর কানেক্ট, মিড ডে মিল, গ্রীন স্কুল ক্লিন স্কুল ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ  আলোচনা হয়ফ৷ আলোচনায় গৃহীত পরিকল্পনাসমূহ বাস্তবায়নে চ্যালেঞ্জ ও তা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা হয়৷ বিভিন্ন উপজেলা থেকে আসা অ্যাম্বাসেডরগণ তাঁদের মতামত প্রদান করেন৷আলোচনা শেষে নাগেশ্বরী উপজেলা অ্যাম্বাসেডরগণের সৌজন্যে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়৷