Loading..

খবর-দার

২৫ জানুয়ারি, ২০২০ ০৯:৪৬ অপরাহ্ণ

স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন ২০২০ ইং।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার।   বাংলাদেশ স্বাধীন দেশ,স্বাধীন দেশে নিরপেক্ষ ও স্বাধীন ভাবে  কাজ করার জন্য স্টুুডেন্ট ক্যাবিনেট নির্বাচন    শিক্ষাথীদের মধ্যে গণসচেতনতা গড়ে উঠবে।শিশু কাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতাান্ত্রিক মূল্যবোধের প্রতি আন্তরিক শ্রদ্ধা শীল হওয়ার ধারণা থেকেই স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন করা হয়েছে।শিক্ষাথীদের মধ্যে থেকে নির্বাচিত প্রধান  নির্বাচন  কমিশন, প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার ও প্রার্থীগনের নিধারিত এজেন্টদের  উপস্থিতিতে ভোট প্রদান ও গণনার কাজ চলে।শিক্ষার্থীরা উৎসব মুখরিত পরিবেশে সকাল ৯টা থেকে দুুুপুর ২ টা পর্যন্ত তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করে। বুথ পরিদর্শন করেন বিদ্যালয় এর প্রধান   শিক্ষক ও সকল সহকারী শিক্ষক মন্ডলী।পরিশেষে নির্বাচন কমিশন,প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার সহ সকলের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করে।প্রতিষ্ঠান প্রধান সকলকে তাদের দায়িত্ব যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করে এই উপদেশ ও পরামর্শ দেন।