Loading..

খবর-দার

০৫ ফেব্রুয়ারি , ২০২০ ০২:৩০ অপরাহ্ণ

অ্যাম্বাসেডর মনোনিত'' ।দীর্ঘ দিনের লালিত স্বপ্ন অর্জন ICT4E

আল-হামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আজ শিক্ষকতা পেশায় আরো একটি গুরুত্বপূর্ণ অর্জন যুক্ত হলো। দীর্ঘ প্রতিজ্ঞার পর শিক্ষক বাতায়ন থেকে (www.teacher.gov.bd) থেকে “ ICT4E জেলা অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেলাম। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা আমাকে নিবীড় তত্তাবধানে রেখে অনুপ্রেরণা দিয়েছেন।আমি ধন্যবাদ জানাচ্ছি a2i সহ সকল শিক্ষকের প্রানের স্পন্দন শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠের মত প্লাটফর্মে নিযুক্ত সকল কর্মকর্তা সহ সকল শিক্ষককে। ধন্যবাদ জ্ঞাপন করছি অভিজিৎ স্যারের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি ছাতক উপজেলা শিক্ষা অফিসার জনাব, মানিক চন্দ্র দাশ, সহঃ শিক্ষা অফিসার জনাব, মাছুম মিঞা স্যার, URC ইন্সটাক্টর জনাব, মোস্তফা আহসান হাবিব স্যারকে। যিনি শিক্ষকদের জন্য শিক্ষক বাতায়ন কে সমৃদ্ধ করার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই  সুনামগঞ্জ জেলার সেরা আই,সি,টি আইকন জনাব আব্দুস সামাদ স্যার,জনাব কবিরুল ইসলাম স্যার,জনাব মিসবাহ উদ্দিন স্যারকে।এছাড়া ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুনামগঞ্জ জেলার আই,সি,টি অ্যাম্বাসেডর জনাব খালিদুর রহমান মানিক, জনাব নিজাম উদ্দিন ,জনাব নোমান স্যার সহ সুনামগঞ্জ জেলার সকল অ্যাম্বাসেডর ও সকল আই,সি,টি প্রেমীদের । বিশেষ করে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই জনাব খালিদুর রহমান মানিক স্যারকে যার পরামর্শে মান্সম্মত কন্টেন্ট তৈরি করতে প্রচেষ্টা চালাচ্ছি। তার অনুপ্রেরনা ও উৎসাহে আমার এ অর্জন। আমি তার কাছে চির কৃতজ্ঞ। এছাড়া বাতায়নে সক্রিয় থেকে যে সকল স্যার,মেম আমার কন্টেন্ট ও অন্যান্য লেখায় কমেন্ট,লাইক,রেটিং এবং বিভিন্ন পরামর্শের মাধ্যমে কাজের অনুপ্রেরনা ও উৎসাহ দিয়েছেন। সর্ব শেষে কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের প্রতি এবং প্রানের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকর্মীদের প্রতি।যাদের ত্যাগে আজকের এ সফলতা।তাই সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সীমাহীন ভালোবাসা রইলো।

মোঃশাহবাজ উদ্দিন

আনুজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়

ছাতক,সুনামগঞ্জ।