Loading..

ম্যাগাজিন

১৮ ফেব্রুয়ারি , ২০২০ ০৯:৩১ অপরাহ্ণ

ভালোবাসা হউক সুবিধা বঞ্চিত শিশুদের # দুলাল হালদার # সহকারি শিক্ষক # কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় # ছাতক,সুনামগঞ্জ।

    আমরা কখনই আমাদের আশে পাশের সুবিধা বঞ্চিত শিশুদের খবরই নেই না। তারা কীভাবে জীবন যাপন করছে তার খোঁজ পর্যন্ত নেই না। অথচ আমরা ভেলেন্টাইন দিবসে সারা বাংলাদেশের মানুষ কত টাকার অপচয় করি ফুল কিনে, সাজসজ্জা করে, ভ্রমণ করে, বড় বড় হোটেলে ভালো ভালো খাবার খেয়ে। আমরা যদি নিজ নিজ অবস্থানে থেকে পাশের বাড়ির অথবা আশে পাশের সুবিধা বঞ্চিত শিশুদের খোঁজ করে তাদের সাথে অন্তত একটা দিন কাটাতাম, তাদের ভালো একটি পোশাক পরিয়ে দিতে পারতাম এবং তাদের সুখ দুঃখের খবর নিয়ে তাদের ভালো ভালো মুখরোচক খাবার খাওয়াতাম তাহলে আমরা মানসিক তৃপ্তি পেতাম। প্রকৃত ভালোবাসার স্বার্থকথা তো এখানেই।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি