Loading..

প্রেজেন্টেশন

২৩ ফেব্রুয়ারি , ২০২০ ০১:৩২ অপরাহ্ণ

পৃথিবী সৌরজগতের...........হেলে রয়েছে

পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতা, দিন ও রাতের দৈর্ঘ্যরে নিচের পরিবর্তন ঘটে।

উচ্চতা : * তখন উত্তরাংশে গ্রীষ্মকাল আর দক্ষিণ অংশে শীতকাল বিরাজ করে। তাই উত্তরাংশে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে।

* দক্ষিণাংশে তখন শীতকাল হওয়ায় সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে।

দিনের দৈর্ঘ্য : * এ সময় উত্তরাংশে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়।

* এ সময় দক্ষিণাংশে সূর্য তির্যকভাবে কিরণ দেয়। ফলে দিনের সময়কাল কম হয়।

রাতের দৈর্ঘ্য : * উত্তরাংশে এ সময় গ্রীষ্মকাল থাকায় রাতের দৈর্ঘ্য কম হয়।

* দক্ষিণাংশে শীতকাল হওয়ায় রাতের দৈর্ঘ্য দিনের চেয়ে বেশি হয়।

সুতরাং, পৃথিবীর অর্ধেক উত্তরাংশে সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতা, দিন ও রাতের দৈর্ঘ্যরে উভয় গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।