Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২০ মার্চ, ২০২০ ০৬:৫৬ পূর্বাহ্ণ

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় করে যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণসহ অবকাঠামো উন্নয়নেও পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু এবং সব মাদ্রাসাকে ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনা হবে। ২০২০ সালের মধ্যে পুরো মাদ্রাসা কারিকুলাম টেক্সটকে ডিজিটাল কনটেন্টের (আইডিএমটি) আওতায় আনা হবে। এবতেদায়িসহ সকল পর্যায়ের মাদ্রাসা শিক্ষকের প্রশিক্ষণেও জোর দিচ্ছে সরকার। এ ছাড়া কারিকুলাম পরিবর্তন করে যুগোপযোগী করা হবে। যেসব বিষয়বস্তু/অধ্যায় পাঁচ বছরের বেশি সময় ধরে রয়েছে সেগুলো পরিবর্তন করে নতুন অধ্যায় সংযোজন করা হবে। সূত্রে আরও জানা গেছে, মাদ্রাসা পড়ুয়া তরুণ-তরুণীদের ইংরেজি ও আরবিতে দক্ষ করতে ২০২০ সালের মধ্যে প্রায় ৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীকে আরবি ভাষায় ও ৫ হাজার ছাত্রছাত্রীকে ইংরেজি ভাষায় দক্ষ করতে পরিকল্পনা নিয়েছে সরকার। মাদ্রাসা শিক্ষায় এনরোলমেন্ট বাড়াতে, ঝরে পড়া কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবতেদায়িসহ দাখিল থেকে কামিল পর্যন্ত উপবৃত্তি প্রদান প্রকল্প গ্রহণ করা হবে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষার বিভিন্ন উন্নয়নে ১ হাজার ২৬৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

আরো দেখুন