Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২১ মার্চ, ২০২০ ১০:০৭ পূর্বাহ্ণ

নানা ক্ষেত্রেই এখন এগিয়ে যাচ্ছে নারীরাও।

অতীতের নানা কুসংস্কার ও বাধা পেরিয়ে কন্যা শিশুর গুরুত্ব বাড়ছে। শিক্ষা , খেলা-ধুলাসহ নানা ক্ষেত্রেই এখন এগিয়ে যাচ্ছে নারীরাও। তবে এত অগ্রগতির পরও সমাজে নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে কন্যা শিশুকে। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দর সমাজ গঠনে কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহিলা ও শিশু প্রতিমন্ত্রীও জানালেন নানা উদ্যোগের কথা। নারী বলে মৃত্তিকা কিছুটা অবজ্ঞা নিয়ে বড় হলেও নিজের কন্যাকে সবটা দিয়েই বড় করছেন এই দম্পতি। সারাক্ষণই নিজের এমন খুনসুটিতে ঘর মাতিয়ে রাখে অপ্সরী। কন্যাকে সাংসারিক শিক্ষা দিয়ে কোন সুপাত্রের হাতে সোপর্দ করার চিন্তাকে অনেক আগেই ডিঙিয়েছে সমাজ। আর তাই অপ্সরীকে ঘিরে বাবা মায়ের স্বপ্নের ব্যাপ্তিটাও বড়। অপ্সরীর বাবা বলেন, ‘আমার ইচ্ছা আছে ডাক্তার বানাবো। বাকিটা ওর ইচ্ছা। ওর ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেব না কিছু।’ আলো ছাড়া যেমন প্রদীপ দেখতে ঠিক তেমনি পরিবারেও কন্যা শিশু না থাকলেও পূর্ণতা আসেনা বলে মনে করেন অনেকে। তবে শিক্ষা খেলাধূলাসহ সমাজের বিভিন্ন স্তরে নারীর অগ্রগতি সত্ত্বেও এখনও কন্যা শিশুকে বোঝা মনে করেন কেউ কেউ। যেমনটি হয়েছিল মিতুর বেলাতে। দুই মেয়ে বলে আত্মীয় স্বজন অনেকেরেই গাল ভার দেখতে হয়েছে তাকে। যুগের সাথে কন্যা শিশুদের গুরুত্ব বাড়লেও সামজিক দৃষ্টিভঙ্গি বদলায়নি এখনও আর তাই এখনও প্রতিপদে সহিংসতার শিকার হতে হয় কন্যা শিশুদের। বিশেষজ্ঞরা বলছেন, নারীর পথকে আরো সুগম করতে হলে সমাজে কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আয়েশা খানম বলেন, ‘কন্যাশিশুদের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ তৈরি করা, নিরাপদ জীবন তৈরী করা। আমি এখানেই যে জায়গাটাতে একটু জোর দেব, সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচে যে কাজ হচ্ছে, সেই কাজে কিন্তু সুফল কতটা আসছে- সেটা আমাদের মূল্যায়ণ করা দরকার।’ আর এবারের কন্যা দিবসে মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী জানান, শিক্ষা ক্ষেত্রে প্রতিটি কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিতই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘কণ্যা শিশু দিবসের যে মূল প্রতিপাদ্য, সেটি হলো স্কুলে যেন শিশুরা নিরাপদে লেখাপড়া করতে পারে। নিরাপত্তার বিষয়টা পরিবার থেকে সমাজ তো বটেই, সরকারও বিশেষভাবে দেখছে।’ প্রাইমারী থেকে শুরু করে উচ্চ শিক্ষায় বেড়েছে নারীর সংখ্যা। প্রশাসন থেকে সেনাবাহিনী কোথাও পিছিয়ে নেই তারা। তবে কন্যা শিশুকে একজন মানুষ হিসেবে বিবেচনার অমসৃণ পথ পেরুতে যেতে আরও হবে অনেকটা দূর।

আরো দেখুন