Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ মার্চ, ২০২০ ১২:০২ অপরাহ্ণ

মহামূল্যবান পরশ পাথর টাঙ্গাইলের মাধ্যমিক শিক্ষা অফিসার জ্বনাব শাহীন আশরাফী ও সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জ্বনাব সালমা ইসলাম ।

মহামূল্যবান পরশ পাথর টাঙ্গাইলের মাধ্যমিক শিক্ষা অফিসার জ্বনাব শাহীন আশরাফী সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জ্বনাব সালমা ইসলাম

আবারও প্রমাণিত হলো মহামূল্যবান পরশ পাথর টাঙ্গাইলের মাধ্যমিক শিক্ষা অফিসার জ্বনাব শাহীন আশরাফী সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জ্বনাব সালমা ইসলাম কবির ভাষায়পথ হারা সনাতন পথিকদের তারা দেখিয়ে চলেছেন কত পথ, দিশা পেয়েছে কত যাযাবর খুঁজে পেয়েছে রথ অনেকের মতই একদা আমরাও (মো.মিয়াচান এবং মোহাম্মদ আজহারুল ইসলাম) ছিলাম এক যাযাবর, অন্ধকারের পথিক। আজ আর অন্ধকারে নই , আমাদের খুঁজে নিয়ে দিয়েছেন নতুন পথের দিশা জীবনকে দৈনন্দিন পথচলাকে ডিজিটাল আধুনিক করে সাজাবার। বর্তমানে আমরা আমাদের দুটি প্রতিষ্ঠানকে শতভাগ ডিজিটাল করার প্রচেষ্টায় আছি ।যার প্রথম পদক্ষেপ হচ্ছে সম্পূর্ণ নিজ নিজ উদ্যোগে বিনা পারিশ্রমিকে, দুটি প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণের মাধ্যমে কন্টেন্ট তৈরি ,শিক্ষক বাতায়নের সদস্য , ক্লাশ আপলোড করা সহ মাল্টিমিডিয়া ক্লাশ। পরিচালনার উপযোগী করে তুলতে সক্ষম হয়েছি যা টাঙ্গাইল সদর উপজলায় হয়তো আমরাই প্রথম এতে আমাদের একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন হয়েছে, সম্পূর্ণ বিনা খরচে, শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধান সহকারি শিক্ষকগন নিজস্ব গুনগত মান পরিবর্তনের ইচ্ছা করলেই সরকারি উদ্যোগের সাথে সাথে ক্ষুদ্র ক্ষুদ্র মিয়া চান আজহারুল ইসলামের মত উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণ করলে ,শাহীন আশরাফী সালমা ইসলামের মত শিক্ষা অফিসারগনের মত পরশ পাথরের দেখানো পথ অনুসরন করতে পারলেই আমরা ২১ শতকের লক্ষ্যে পৌঁছাতে পারব ।শাহীন আশরাফী সালমা ম্যাডামের নেতৃত্ব, টাঙ্গাইল সদর উপজেলার সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট , শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়মিত মনিটরিং মেনটরিংসহ শিক্ষায় তথ্য-প্রযুক্তির বিকাশে অসামান্য অবদানের জন্য মো. মিয়াচান সাহেবের স্বীকৃতি এবং আমি মোহাম্মদ আজহারুল ইসলাম সর্বোচ্চ মাল্টিমিডিয়া ক্লাশ আপলোডকারি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে, যে মূল্যবান স্বীকৃতি পেলাম আমাদের মনে হচ্ছে শিক্ষকতা জীবনের সকল কর্মদিবস অবহেলায় কাটালেও হয়তো একটি কর্মদিবস ভালো কাজ করেছিলাম আর তাতেই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন অমূল্য প্রাপ্তি


শ্রদ্ধাপূর্ণ সালাম রাখছি উভয় পরশ পাথরের প্রতি, অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন ।সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদরক সার্বিকভাবে সহযোগীতা করেছেন দুটি প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক মহোদয় জ্বনাব মো আজহারুল ইসলাম জ্বনাব মো শামীম আল মামুন স্যার সহ সকল সহকর্মীদের।

(ভাষাগত ত্রুটি মার্জনীয়)
==================
মোহাম্মদ আজহারুল ইসলাম
ইংরেজি শিক্ষক
হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়

আরো দেখুন