Loading..

ভিডিও ক্লাস

২৩ মার্চ, ২০২০ ০৩:৩৭ অপরাহ্ণ

স্টুডেন্টস কেবিনেট নির্বাচন- ২০২০, আয়োজনে মাদাম বিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়, সীতাকুন্ড, চট্রগ্রাম।

বিদ্যালয় ভিত্তিক ছাত্র সংসদ গঠণ প্রক্রিয়া নিসন্দেহে একটি ভালো উদ্দ্যোগ। শিশুকাল থেকে কোমলমতি শিশুরা গণতান্ত্রিক মনোভাব নিয়ে বেড়ে উঠবে সেই প্রত্যাশায় হয়তোবা এই মহৎ কাজের জন্ম। প্রতি বছর ধারাবাহিকভাবে এই নির্বাচন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় ২৫শে জানুয়ারি ২০২০ ইং সারাদেশে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। শিক্ষার্থীরা খুব উৎসব মখর পরিবেশে লাইন ধরে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট দিয়ে তাদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচনের সকল কাজ শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সহযোগীতায় নিজেরাই সম্পন্ন করছেন। প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে পোলিং এজেন্ট পর্যন্ত সকল ভূমিকায় শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ছিল পর্যবেক্ষক ছিল সাংবাদিক আরো ছিল আনসার, পুলিশ ও সেনাবাহিনীর ভূমিকায় শিক্ষার্থীদের সেই এক অভাবনীয় দিল সেটি ছিল। আসলে শিক্ষার্থীরা যা পারে আমরা তা পারিনা। ভোটে ছিল না কোনো দূর্নীতি ছিল না কোনো কারচুপি, ছিল শুদ্ধতার অবয়ব। সত্যি ওরাই আগামীর ভবিষ্যত। ওরা শিশু ও পবিত্র বলেই ওদের কাজ এতই সুন্দর। ওদের মধ্যে কোনো দুরবি সন্ধি কাজ করে না বলেই ওরাই ওরা পেরেছে এত সুন্দর কাজ করতে। আমরা ওদের মাঝেই আগামীর পৃথিবীকে দেখতে চাই। সত্যিই ওরাই একদিন এ পৃথিবীকে আমাদের জন্য বসবাসের বাসযোগ্য করেই যাবেই। ওদের জন্য নিরন্তন দোয়া........................................................................................................................