Loading..

প্রেজেন্টেশন

২৫ মার্চ, ২০২০ ০৮:৫৬ অপরাহ্ণ

‘করোনা ভাইরাস-১৯’পর্ব-৩,মোঃহাবিবুর রহমান ফকির ।সহকারি অধ্যাপক (পদার্থ বিজ্ঞান)। হরিনাদি ফাজিল মাদ্রাস,ফুলপুর,ময়মনসিংহ ।

করোনার উপসর্গসমূহ

 ১ম হইতে ৩য় দিনঃ হালকা জ্বর ও হালকা গলা ব্যথা।

৪র্থ দিনঃ গলা ব্যথা, কন্ঠস্বর ভেঙ্গে যাওয়া,শরীরে তাপমাত্রা বৃদ্ধি,ক্ষুধাহীনতা, মাথা যন্ত্রণা।

৫ম দিনঃ  ক্লান্তি অনুভূত, মাংসপেশিতে ব্যথা, শুকনো কাশি।

৬ষ্ঠ দিনঃ তাপমাত্রা ১০০ ডিগ্রী সেঃ পার হবে, কাশি, শ্বাসকষ্ট,বমি।

৭ম দিনঃ  উচ্চমাত্রার জ্বর,আরো বেশী কাশি,শরীরে ব্যথা,বমি,ডায়রিয়া।

অষ্টম ও নবম দিনঃ  উপসর্গগুলি আরো জোরালো হবে,জ্বর ও শ্বাসকষ্ট তীব্র হবে।