Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৩ এপ্রিল, ২০২০ ১১:০৪ অপরাহ্ণ

অনুরোধ করছি ঘরে থাকুন – ডিসি নারায়ণগঞ্জ

রোনাভাইরাস সংক্রমন রোধে সকলকে সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানিয়েছেন নাারয়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। আর যদি কেউ সরকারী নির্দেশনা না মেনে ঘর থেকে বের হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া, আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। তাই সকলকে ঘরে থেকে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলার ডিসি জসিম উদ্দিন তার নিজ ফেসবুকে লেখা এক স্ট্যাটাসের মাধ্যমে এ আহবান জানান।
তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, আবারো অনুরোধ করছি সবাই ঘরে থাকুন। এই দুর্যোগ মোকাবেলায় আপনার সহযোগিতা খুব প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে ভিডিও

কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এ সময় তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসের প্রশংসা করেন এবং এ দুর্যোগ মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ দুর্যোগে খেটে খাওয়া প্রান্তিক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়ার জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে যারা আছে তাদের তালিকা তৈরির নির্দেশনা প্রদান করেন। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গুজবের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি, খাদ্যশস্য উৎপাদন অব্যাহত রাখাসহ পরবর্তী করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন বাঙালি জাতি নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে যেভাবে বিজয় লাভ করেছিল ঠিক একইভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাসের বিরুদ্ধেও বিজয় লাভ করবে।

আরো দেখুন