Loading..

ভিডিও ক্লাস

০৪ এপ্রিল, ২০২০ ১২:৩১ পূর্বাহ্ণ

এডোবি ফটোশপে লেয়ার (Layer) খোলা এবং ভিন্ন ভিন্ন অবজেক্ট তৈরি করা।

ভিডিওটির মাধ্যমে এডোবি ফটোশপে লেয়ার তৈরি করার সহজ কৌশল দেখানো হয়েছে। ভিন্ন ভিন্ন লেয়ারে ভিন্ন ভিন্ন অবজেক্ট তৈরি করার মাধ্যমে লেয়ারে কাজ করার প্রয়োগ দেখানো হয়েছে। নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ৫ম অধ্যায়ে এই পাঠটি থাকার কারনে এই ভিডিওটি খুবই গুরুত্বপূণ।

একটি লেয়ারে বাংলাদেশের পতাকার বগাকৃতি তৈরি এবং রঙ করা, আরেকটি লেয়ারে বৃত্ত তৈরি এবং রঙ করা। তারপর পতাকাটি সেইভ করা হয়েছ দুইভাবে। একটিতে সাদা ব্যাকগ্রাউন্ড এবং অন্যটির ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ রেখে। তাই দুইভাবেই ফাইল সেইভ করার কৌশল দেখানো হয়েছে। আমি আশা করি যারা ফটোশপের ক্লাস নেন কিংবা এটা সম্পকে আগ্রহ আছে তারা উপকৃত হবেন।