উদ্ভাবনের গল্প

কবর কবিতার প্যারডি

মোঃ জহিরুল ইসলাম ০৪ এপ্রিল,২০২০ ৩৭১ বার দেখা হয়েছে ২৩ লাইক ৬৮ কমেন্ট ৪.৯৬ রেটিং ( ২৪ )

কবর 

করোনা ভার্সন


এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে,

তিরিশটা দিন হাত ধোঁয়নি সাবান মেশানো জলে।


এতোটুকু তারে ঘরে এনেছিনু গোবর ভর্তি মাথা,

ভোর রাতে উঠে চুপচাপ খেতো তিন থানকুনি পাতা।

এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা;

সারা বাড়ি ভরি এতো ভাইরাস ছড়াইয়া দিল কারা!


এমনি করিয়া জানি না কখন হাত থেকে মুখে মিশে

করোনা তাহার বাসা বেধেছিলো সরাসরি ফুসফুসে।

আইসোলেশনে যাইবার কালে কহিল ধরিয়া পা

এই ভাইরাসে দেখে নিও মোর কিচ্ছুই হবে না।

হেসো না হেসো না, শোনো দাদু সেই থানকুনি পাতা খেয়ে,

ভরসা তাহার কতো হয়েছিলো দেখতিস যদি চেয়ে।

নথ নেড়ে নেড়ে কহিল হাসিয়া, এতো ভয় পেলে চলে

মুসলমানের করোনা হয় না, অমুক হুজুর বলে।

গুজবে যাহার এতো বিশ্বাস কেমন করিয়া হায়,

কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায়।

হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা দয়াময়

থানকুনি পাতা না খেয়ে লোকে, হাতখানা যেন ধোয়!

.

তারপর এই শূন্য জীবনে যতো দেখিয়াছি পাশে,

সচেতন হওয়া বাদ দিয়ে লোকে রোগব্যাধি নিয়ে হাসে।

শতো করোনায় শত মৃত্যুর অঙ্ক হৃদয়ে আঁকি,

লোক সমাগম বাদ দিয়ে তাই সারাদিন ঘরে থাকি।

সাবানরে আমি বড় ভালোবাসি, সাবানের সাথে বাস

আয় আয় দাদু হাত দুটো ধুই, যদি মরে ভাইরাস!

.

এইখানে তোর বন্ধু ঘুমায়, এইখানে তার ভাই,

কি করবি দাদু, আইইসিডিআরের নিয়ম যে মানে নাই।

সেই ফাল্গুনে ফ্রেন্ড তোর আসি কহিল ডাকিয়া মোরে,

দাদু, আমাদের স্কুল ছুটি যাচ্ছি সাজেক ট্যুরে।

হতাশ হইয়া কি আর বলিব, কহিলাম বাছা যাও,

সেই ট্যুর তার শেষ ট্যুর হবে, তাহা কি জানিত কেউ।

সাজেক থেকে ফিরিয়া তাহার সেই যে ধরিল জ্বরে,

সাথে হাচি কাশি, পুরো পরিবার একসাথে গেল মরে।

তোর বন্ধুর জামা জুতো ব্যাগ দুহাতে জড়ায়ে ধরি,

তার প্রেমিকা যে কতই কাঁদিত সারা দিনমান ভরি।

কান্নার পরে জামা-ধরা সেই হাত দিয়েছিলো মুখে,

দুইদিন বাদে শ্বাসকষ্ট দেখা দিলো তারও বুকে।

গলাটি তাহার জড়ায়ে ধরিয়া কাঁদিলো তাহার মা,

পরদিন রাতে করোনা অসুখ, তারেও ছাড়িলো না।

হাত জোড় করে দোয়া মাঙ দাদু, রহমান খোদা আয়,

আইসোলেশনে সুস্থ হউক, মেয়েটা ও তার মায়!

.

এইখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে,

বিয়ে দিয়েছিনু কাজীদের বাড়ি ইতালির ছেলে পেয়ে

করোনা ছড়ালে ইতালি হইতে ফিরিল বুজির বর,

সেই ছেলে মোটে নয় সচেতন, থাকেনাই একা ঘর।

খবরের পর খবর পাঠাতো, দাদু যেন কাল এসে,

আমরা সবাই ঘুরতে যাচ্ছি, রায় আমাদের সাথে!

শ্বশুর তাহার বেশি বোঝা লোক, ধারে কি এসব ধার?

করোনার ভয়ে ঘরে থাকা ভুল, বলছিলো বারবার।

যাইনি আমি তাই বেঁচে গেছি, বাঁচেনাই ওরা কেহো,

ইতালির থেকে আসা ভাইরাস ছুয়েছে সবার দেহো।

তোর বুজিও জ্বরেতে পড়িলো আর উঠিলো না ফিরে

এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে!

আয় আয় দাদু মোনাজাত ধরি, মহান খোদাকে ডেকে

বিদেশ ফেরত সকলেই যেন কোয়ারেন্টাইনে থাকে।

.

হেথায় ঘুমায় তোর বড় খালা, ষাট বছরের বুড়ি,

হার্টের অসুখে চিনি খেতনা, গুড় দিয়ে খেত মুড়ি।

সারাবছরই ডায়াবেটিস আর হাই প্রেশারে ভোগে,

ঘরে থেকেও কী করে শেষে ধরলো করোনা রোগে!

তার ছোটছেলে একদিন গেল ঘুরতে শপিং মলে,

ফেরার সময় বন্ধুরা মিলে আড্ডাও দিলো দলে।

বাসায় ফিরে মায়ের সাথে একসাথে খেলো ভাত,

অসুস্থ তোর বড় খালার সেইদিনই শেষ রাত।

জ্বর কাশি নিয়ে হাসপাতালে ভর্তি নিলো না তারে কেউ,

সবার ঘরেই মৃত্যুর ছায়া, চোখে কান্নার ঢেউ।

সেই চোখমুখ গোলগাল হাত, সকলি তেমনি আছে,

কি জানি মরন ভাইরাসে ধরে খালা তোর চলে গেছে।

.

ঐ রাজপথে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,

মৃত্যু মিছিলে বেঁচে থাকিবার স্বাদ নাহি আজ জাগে।

খবর পাঠিকা খবর পড়িছে বড় সুকরুণ সুর,

সোনার বাংলা করোনাতে আজ ভয়াল মৃত্যুপুর!

জোড়হাত তুলে দোয়া মাঙ দাদু আয় খোদা রহমান,

করোনা হইতে রক্ষা করিও দেশের সকল প্রাণ!


©লেখকঃ Sohail Rahman



মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
রাহিমা আক্তার
২৪ এপ্রিল, ২০২০ ১১:০৯ পূর্বাহ্ণ

পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার এ সপ্তাহের কন্টেন্ট ও প্রকাশনাগুলো দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। ভালো লাগলে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।


মুহাম্মদ লোকমান
২৪ এপ্রিল, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ

অভিনন্দন।


মনির হোসেন হাওলাদার
১৯ এপ্রিল, ২০২০ ১২:১২ অপরাহ্ণ

ঘরে থাকুন পরিবারের সাথেই থাকুন, আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার পরিবার ও দেশ। লাইক, কমেন্ট ও পুর্ন রেটিংসহ ভালবাসা রইল । আমার তৈরীকৃত কন্টেন্ট দেখার বিনীত অনুরোধ রইলো ।https://www.teachers.gov.bd/content/details/556283


অচিন্ত্য কুমার মন্ডল
১৬ এপ্রিল, ২০২০ ০৬:৩৫ অপরাহ্ণ

পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল ।শ্রেনী উপযোগী ও মান সম্মত কন্টেন্ট তৈরি করার জন্য ধন্যবাদ। আমার এ সপ্তাহের কন্টেন্ট দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। https://www.teachers.gov.bd/content/details/552428


মো: রজব আলী
১৫ এপ্রিল, ২০২০ ০৯:১৪ অপরাহ্ণ

অনেক সুন্দর কন্টেন্ট প্রস্তুত করেছেন। পূর্ণ রেটিং, লাইকসহ শুভকামনা আপনার জন্য


মোহাম্মদ আব্দুল মালেক
১৩ এপ্রিল, ২০২০ ০৯:২৪ অপরাহ্ণ

সুন্দর ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক ও পূর্ন রেটিংসহ শুভকামনা রইল। আমার এ সপ্তাহের কন্টেন্ট দেখে লাইক কমেন্টস ও রেটিং দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। website: www.teachersnews24.com


মোঃ জহিরুল ইসলাম
১৩ এপ্রিল, ২০২০ ১১:৩৩ অপরাহ্ণ

অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


সৈয়দা শাহীনুুর পারভীন
১৩ এপ্রিল, ২০২০ ১১:১৬ পূর্বাহ্ণ

লাইক, রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার উদ্ভাবনী গল্পটি দেখার বিনীত অনুরোধ করছি


মোঃ জহিরুল ইসলাম
১৩ এপ্রিল, ২০২০ ১১:৩৩ অপরাহ্ণ

অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোহাম্মদ আব্দুল মালেক
১২ এপ্রিল, ২০২০ ১০:১৬ অপরাহ্ণ

সুন্দর ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক ও পূর্ন রেটিংসহ শুভকামনা রইল। আমার এ সপ্তাহের কন্টেন্ট দেখে লাইক কমেন্টস ও রেটিং দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। website: www.teachersnews24.com


মোঃ জহিরুল ইসলাম
১৩ এপ্রিল, ২০২০ ১১:৩৩ অপরাহ্ণ

অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ মাহাবুর রশিদ
১২ এপ্রিল, ২০২০ ০৩:৪০ অপরাহ্ণ

পূর্ণ রেটিংসহ ধন্যবাদ ও শুভকামনা।আমার কনটেন্ট দেখার অনুরোধ রইলো।ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন।


মোঃ জহিরুল ইসলাম
১৩ এপ্রিল, ২০২০ ১১:৩৩ অপরাহ্ণ

অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মাছুমা বেগম
১১ এপ্রিল, ২০২০ ০৮:৪৫ অপরাহ্ণ

Nice content.Thanks a lot,Sir. Stay at home, stay safe. Stay this teachers portal & go ahead.


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ

ম্যাডাম! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


অপুর্ব কুমার বসু
১১ এপ্রিল, ২০২০ ০৭:৩৬ অপরাহ্ণ

Thanks for uploading a nice innovative story. Wish your best of luck with full ratings ম্যাডাম আমার ইনোভেটিভ ভিডিওটি দেখে আপনার পরামর্শ এবং রেটিং প্রত্যাশা করছি। ক্যাটাগরি: সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইউজার আইডি: apurbabasu01725 Video link: https://youtu.be/MPpbdYsx17A


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জাকির হোসেন
০৯ এপ্রিল, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ

পূর্ণ রেটিংসহ ধন্যবাদ ও শুভকামনা। আমার কনটেন্ট দেখে লাইক, রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৮ পূর্বাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোছাঃ মাকছুদা বেগম
০৯ এপ্রিল, ২০২০ ১০:৫০ পূর্বাহ্ণ

লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভকামনা রইল। আমার কনটেন্ট দেখে রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৮ পূর্বাহ্ণ

ম্যাডাম! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


সিকদার মোঃ শাজিদুর জাহান
০৮ এপ্রিল, ২০২০ ১০:৩২ পূর্বাহ্ণ

পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে লাইক, রেটিং ও মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৮ পূর্বাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোছাঃশাহিনা আক্তার
০৭ এপ্রিল, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ

সুন্দর ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক ও পূর্ন রেটিংসহ শুভকামনা রইল। আমার এ সপ্তাহের কন্টেন্ট দেখে লাইক কমেন্টস ও রেটিং দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। website


মোঃ জহিরুল ইসলাম
১২ এপ্রিল, ২০২০ ১০:৫৮ পূর্বাহ্ণ

ম্যাডাম! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


আনোয়ারা বেগম
০৫ এপ্রিল, ২০২০ ০৯:২৮ অপরাহ্ণ

অনেক ভালো লাগলো। ধন্যবাদ স্যার।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


লাইলী আক্তার
০৫ এপ্রিল, ২০২০ ০৪:৪৭ অপরাহ্ণ

লাইক এবং পূর্ন রেটিংসহ ধন্যবাদ ও শুভকামনা রইল। আমার ৪০ তম কনটেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


বিশ্ব নাথ দাস
০৫ এপ্রিল, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ

শ্রেণি উপযোগি ও মান সম্মত উদ্ভাবনের গল্প আপলোড করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। পূর্ণ রেটিংসহ শুভ কামনা রইল। আমার এ পাক্ষিকের কনটেন্ট দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ হাফিজুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ০৮:০১ পূর্বাহ্ণ

ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন। লাইক ও পূর্ণ রেটিংসহ অসংখ্য শুভকামনা । আমার কনটেন্টগুলো দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনার সুস্থতা কামনা করছি ।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


সৈয়দা শাহীনুুর পারভীন
০৪ এপ্রিল, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

লাইক এবং পূর্ণ রেটিংসহ ধন্যবাদ ও শুভকামনা রইল। আমার কনটেন্ট দেখে লাইক, রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ

ম্যাডাম! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


অজয় কৃষ্ণ পাল
০৪ এপ্রিল, ২০২০ ০৬:৩৮ অপরাহ্ণ

লাইক এবং পূর্ণ রেটিংসহ ধন্যবাদ ও শুভকামনা রইল। আমার কনটেন্ট ও উদ্ভাবনের গল্পটি দেখে রেটিং সহ মতামত প্রদানের অনুরোধ রইল। দেখে লাইক, রেটিং ও মতামত দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।https://www.teachers.gov.bd/content/details/548285 https://www.teachers.gov.bd/content/details/548287


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


বিপ্লব কুমার সরকার
০৪ এপ্রিল, ২০২০ ০৪:০৪ অপরাহ্ণ

ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন। লাইক ও পূর্ণ রেটিংসহ অসংখ্য শুভকামনা ।আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃআনিছুর রহমান(সবুজ)
০৪ এপ্রিল, ২০২০ ০৩:৩২ অপরাহ্ণ

সুন্দর ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক ও পূর্ন রেটিংসহ শুভকামনা রইল। আমার এ সপ্তাহের কন্টেন্ট দেখে লাইক কমেন্টস ও রেটিং দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোছাঃ মরিয়ম খাতুন
০৪ এপ্রিল, ২০২০ ০৩:১২ অপরাহ্ণ

অনেক সুন্দর কবিতা। বারবার পড়তে ইচ্ছে করছে। আপনার জন্য শুভ কামনা রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪১ অপরাহ্ণ

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।


আনোয়ারা বেগম
০৫ এপ্রিল, ২০২০ ০৯:২৮ অপরাহ্ণ

আপনার সাথে আমি একমত। সত্যিই দারুণ।


মোছাঃ মরিয়ম খাতুন
০৪ এপ্রিল, ২০২০ ০৩:১১ অপরাহ্ণ

সুন্দর ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোডের জন্য লাইক এবং পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার কনটেন্ট দেখে রেটিং সহ মতামত প্রদান করার জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪১ অপরাহ্ণ

ম্যাডাম! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ হারুন অর রশিদ
০৪ এপ্রিল, ২০২০ ০২:৪৮ অপরাহ্ণ

লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভকামনা রইল। আমার কনটেন্ট দেখে রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।


রাহিমা আক্তার
২৪ এপ্রিল, ২০২০ ১১:১০ পূর্বাহ্ণ

সুন্দর ও শ্রেনী উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার এ সপ্তাহের কন্টেন্ট ও প্রকাশনাগুলো দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। ভালো লাগলে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪৫ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


আনোয়ারা বেগম
০৪ এপ্রিল, ২০২০ ০২:০৮ অপরাহ্ণ

Thanks for nice content and best wishes including full ratings. Please give your like, comments and ratings to see my contents. Once again thanks.


রাহিমা আক্তার
২৪ এপ্রিল, ২০২০ ১১:১০ পূর্বাহ্ণ

সুন্দর ও শ্রেনী উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার এ সপ্তাহের কন্টেন্ট ও প্রকাশনাগুলো দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। ভালো লাগলে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ

Thanks a lot madam for your wonderful comments.


আব্দুল্লাহ আত তারিক
০৪ এপ্রিল, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ

বাতায়নে সক্রিয় থাকার জন্য ধন্যবাদ, ঘরে থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । চমৎকার নির্মাণের জন্য লাইক, কমেন্ট ও রেটিংসহ শুভেচ্ছা ও ভালবাসা রইল । আমার বাতায়ন বাড়িতে আমন্ত্রণ রইল । আমার ২৬ তম কনটেন্ট স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো দেখে মতামত, লাইক ও রেটিং এর প্রত্যাশায় রইলাম। লিংক - https://teachers.gov.bd/content/details/549536


রাহিমা আক্তার
২৪ এপ্রিল, ২০২০ ১১:১০ পূর্বাহ্ণ

সুন্দর ও শ্রেনী উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার এ সপ্তাহের কন্টেন্ট ও প্রকাশনাগুলো দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। ভালো লাগলে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪৫ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ গোলাম ওয়ারেছ
০৪ এপ্রিল, ২০২০ ১২:০৩ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভকামনা। শ্রদ্ধেয় প্যাডাগোজি স্যার, রেটার মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতাগণ, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব এবং শিক্ষক বাতায়নের সকল স্যার ম্যাডামগন দয়া করে আমার সি প্রোগ্রামের উপর তৈরীকৃত সাধনার ২৮ নং কন্টেন্ট দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং প্রদানের অনুরোধ রইল। করোনার হাত থেকে করুনাময় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই লকডাউনে থাকুন। তাহলে আমরা সবাই সুস্থ্য ও নিরাপদ থাকবো। মোঃ গোলাম ওয়ারেছ ICT4E জেলা অ্যাম্বাসেডর , বেলকুচি, সিরাজগঞ্জ। সবাইকে ধন্যবাদ।


রাহিমা আক্তার
২৪ এপ্রিল, ২০২০ ১১:০৯ পূর্বাহ্ণ

সুন্দর ও শ্রেনী উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার এ সপ্তাহের কন্টেন্ট ও প্রকাশনাগুলো দেখে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। ভালো লাগলে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।


মোঃ জহিরুল ইসলাম
০৫ এপ্রিল, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ

স্যার! অসংখ্য ধন্যবাদ; আপনার মূল্যবান মতামত,রেটিং ও লাইকের জন্য। বাতায়নকে সমৃদ্ধ করতে আপনার পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন আমাকে উত্তর উত্তর আরো সৃজনশীল কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। এই প্রয়াস অব্যাহত রাখতে আপনার এ উৎসাহে আমি চিরকৃতজ্ঞ।